বকশীগঞ্জে কনের বাবাকে এক মাসের কারাদণ্ড

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ১৪ বছর বয়সী মেয়ের বিয়ের আয়োজন করার অপরাধে মেয়ের বাবাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এতে করে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে কিশোরী সুরাইয়া আক্তার।

জানা গেছে, বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া মোল্লাপাড়া গ্রামের সুলতান মিয়ার মেয়ে সুরাইয়া আক্তারের বিয়ে ঠিক হয়। এ উপলক্ষে ২ ডিসেম্বর সন্ধ্যায় বিয়ের সকল কার্যক্রম শুরু হলে খবর পেয়ে বিয়ে বাড়িতে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় তিনি সুরাইয়ার বাবা সুলতান মিয়াকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৮ বছরের আগে তার মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা করার অপরাধে ২০১৭ সালের বাল্যবিবাহ নিরোধ আইনে সুলতান মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।