বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় যক্ষ্মা নিয়ন্ত্রণে গণ্যম্যান্য ব্যক্তিদের নিয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। ডেমিয়েন ফাউন্ডেশনের উদ্যোগে ২৭ নভেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক সিভিল সার্জন চিকিৎসক সিদ্ধেসর সাহা, অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, অধ্যক্ষ রফিকুল ইসলাম, ডেমিয়েন ফাউন্ডেশনের মাঠ পরিচালক চিকিৎসক কামরুজ্জামান, যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কর্মকর্তা প্রবাল কুমার সরকার, নিয়ন্ত্রণ ও কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারী আসাদুজ্জামান, শিক্ষক সেলিমুজ্জামান সেলিম, ইমাম মুফতী মোহাম্মদ আলী প্রমুখ।
ওরিয়েন্টেশনে সাংবাদিক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।