মেলান্দহে যুব মহিলালীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। ছবি : বাংলারচিঠি ডটকম

আলী আকবর
নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের মেলান্দহ উপজেলা যুব মহিলালীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর সকালে মেলান্দহ মির্জা আজম অডিটরিয়ামে উপজেলা যুব মহিলালীগ এ সভার আয়োজন করে।

মেলান্দহ উপজেলা যুব মহিলালীগের সভাপতি মালেহা আক্তার মালার সভাপত্বিতে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, যুগ্মসাধারণ সম্পাদক সালে সফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন ও সদস্য হাজী দিদার পাশা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সুজা ও সাধারণ সম্পাদক মো. জিন্নাহ, ঝাউগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম হেনা, কেন্দ্রীয় যুব মহিলালীগের সাংগঠনিক সম্পাদক জেসমিন শামিমা নিঝুম, জামালপুর জেলা যুব মহিলালীগের আহ্বায়ক ফারজানা ইয়াসমিন লিটা, যুগ্মআহ্বায়ক নাজনীন আক্তার রুমি ও ফারহানা সোমা প্রমুখ। সভা সঞ্চালনা করেন মেলান্দহ উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক রোকিয়া সিদ্দিকি নদী।

বিশেষ বর্ধিত সভায় অংশগ্রহণকারী নেতাকর্মীবৃন্দ।ছবি : বাংলারচিঠি ডটকম

এ ছাড়া সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের যুব মহিলালীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, ৩০ ডিসেম্বর নির্বাচনে নৌকার বিজয়ের জন্যে সবাইকে এক সাথে কাজ করতে হবে ।

বর্ধিত সভায় বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যানবৃন্দসহ যুব মহিলালীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

sarkar furniture Ad
Green House Ad