নকলায় হচ্ছে কৃষিসেবা কেন্দ্র

কৃষিসেবা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

শফিউল আলম লাভলু
নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনায় স্থাপিত হচ্ছে তিনতলা বিশিষ্ট কৃষিসেবা কেন্দ্র। এটি নির্মাণ করতে ব্যয় হবে ১ কোটি ৬০ লাখ টাকা। ১৯ নভেম্বর সকালে এ ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এ সময় খামারবাড়ি শেরপুরের উপ-পরিচালক আশরাফ উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাসসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।