বকশীগঞ্জে গ্রাম আদালত বিষয়ে অবহিতকরণ সভা

বকশীগঞ্জে গ্রাম আদালত বিষয়ে অবহিতকরণ সভা । ছবি : বাংলারচিঠি ডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

স্থানীয় সরকার বিভাগের ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের’ আওতায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৭ নভেম্বর উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।

অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম।

অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে গ্রাম আদালতের অগ্রগতি ও প্রচার বিষয়ক কার্যক্রম নিযে উপস্থাপনা তুলে ধরেন প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর মালিক শামীম আখতার।

এ সময় বক্তব্য রাখেন মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনের জামালপুর জেলা সমন্বয়কারী মতিয়ার রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, উপজেলা যুব উন্নয়ণ কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল জলিল,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন , উপজেলা শিক্ষা কর্মকর্তা অরুনা রায়, উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎস্না আক্তার , মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনের উপজেলা সমন্বয়কারী গোপাল চন্দ্র ,ঢাকা আহসানিয়া মিশনের এলাকা ব্যবস্থাপক আবদুল হালিম, সূর্য্যের হাঁসি ক্লিনিকের ব্যবস্থাপক রেজাউল করিম, ব্র্যাক ওয়াশ কর্মসুচির মাঠ কর্মকর্তা মাসুদ রানা, সৌহার্দ্য কর্মসুচির ফিল্ড সুপারভাইজার জাহিদল হক প্রমুখ।

অবহিতকরণ সভায় উপজেলার আটটি দপ্তরের কর্মকর্তা ও ১৮টি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

অবহিতকরণ সভায় অংশ নেওয়া সকলেই মতামত উপস্থাপন করেন। এতে কিভাবে গ্রাম আদালতের সেবা বৃদ্ধি করা, গ্রাম আদালতমুখি করা যায়, ফৌজদারী ও দেওয়ানী মামলার বিষয়ে সার্বিক আলোচনা করা হয়।