ট্রাকের ধাক্কায় নিহত ১

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
গাজীপুরে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের বালিগাঁও এলাকায় ৫ নভেম্বর দুপুরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত লাল মিয়া উপজেলার চৈতারপাড়া এলাকার আব্দুল বারেকের ছেলে।

জানা গেছে, লাল মিয়া মোটরসাইকেল যোগে কালীগঞ্জ যাচ্ছিলেন। বালিগাঁও এলাকায় পৌছলে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়।
সূত্র : ডেইলি বাংলাদেশ

sarkar furniture Ad
Green House Ad