‘দ্য ফাইভ মিনিট বেল’ দিয়ে সিলেটে শুরু হবে টেস্ট ম্যাচ

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে কোন টেস্টে ব্যবহৃত হবে ‘দ্য ফাইভ মিনিট বেল’। ৩ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ের সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ঘন্টা বাজিয়ে।

ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে ও কলকাতার ইডেন গার্ডেন্সে টেস্ট শুরুর আগে বাজানো হয় ঘন্টা। ওই ঘন্টার মাধ্যমেই শুরু হয় টেস্ট ম্যাচ। তাই এর নাম দেওয়া হয়েছে ‘দ্য ফাইভ মিনিট বেল’। ঠিক তেমনি সিলেটের অভিষেক টেস্টেটি শুরু হবে ঘন্টা বাজিয়ে।

সিলেটের অভিষেক রাঙ্গিয়ে রাখতে ঘন্টা বাজানোর এমন আর্কষণ ভালো লেগেছে বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের। তিনি বলেন, ঘন্টাটা দেখে ভালো লাগছে।এই জিনিসটা আমরা লর্ডসে দেখি। এটা আমাদের এখানেই হচ্ছে, দেখে ভালো লাগছে।
সূত্র : ইত্তেফাক