মুক্তিযোদ্ধা ভাতা সমন্বয়ের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক আহমেদ কবীর। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা সমন্বয় করে ন্যূনতম ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ। ১ নভেম্বর দুপুরে জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীরের কাছে তারা এই স্মারকলিপি দেন।

সংগঠনটির জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. আব্দুর রশীদ ও সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান ১ নভেম্বর বেলা ১২টার দিকে প্রধানমন্ত্রীর বরাবর দেওয়া স্মারকলিপি জেলা প্রশাসক আহমেদ কবীরের কাছে জমা দেন। এ সময় জামালপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ডলসহ সেক্টর কমান্ডারস ফোরামের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক আহমেদ কবীর স্মারকলিপিটি দ্রুত সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানোর আশ্বাস দেন।

স্মারকলিপিতে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা সমন্বয় করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিসহ মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণ, মুক্তিযোদ্ধা পরিচয়পত্র, বিদ্যুৎ-বিল মওকুফ, মাসিক রেশন এবং মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি প্রদানের দাবি জানানো হয়।