রায় শুনেই রাস্তায় বিএনপিনেতা মামুন

শাহ মো. ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে মিছিল। ছবি : বাংলারচিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা
জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠি ডটকম

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট অর্থ আত্মসাত মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ চার আসামিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া আদালতের রায় শুনেই প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসেন জামালপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুুন।

তার নেতৃত্বে ২৯ অক্টোবর বেলা পৌনে একটার দিকে তাৎক্ষণিক প্রতিবাদ বিক্ষোভ মিছিল হয়েছে শহরের প্রধান সড়কে। মিছিল শেষে স্টেশন বাজার মোড়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত এক প্রতিবাদ সমাবেশ বক্তব্যও রাখেন তিনি। তিনি দুদকের মামলাটির রায় প্রত্যাখ্যান করে অবিলম্বে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্যান্য বিএনপিনেতাদের নি:শর্ত মুক্তির দাবি জানান।

প্রতিবাদ মিছিল ও সমাবেশে বিএনপি ও অঙ্গদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।