মদ পানের দায়ে ৪ জনের কারাদণ্ড

দণ্ডপ্রাপ্ত চার মাদকাসক্ত। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক
জামালপুর, বাংলারচিঠি ডটকম

র‌্যাবের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জামালপুরের চারজন মাদকাসক্তকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ২৯ অক্টোবর দুপুরে জামালপুর শহরের রানীগঞ্জ বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। সূত্র জেলা প্রশাসন ও র‌্যাব।

জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. জাহিদুল ইসলাম র‌্যাব জামালপুর-সিপিসি-১ এর উপপরিদর্শক (এসআই) মিলন কুমার ঘোষসহ র‌্যাবের একটি আভিযানিক দল নিয়ে ২৯ অক্টোবর দুপুর আড়াইটার দিকে শহরের রানীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালায়।

এ সময় মদ পান করার অভিযোগে চারজন মাদকাসক্তকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৬ ধারায় একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত মাদকাসক্তরা হলেন জামালপুর পৌরশহরের ডাকপাড়া এলাকার মো. মকবুল হোসেনের ছেলে মো. রাজু সরকার (৪০), একই এলাকার মো. উকিল উদ্দিনের ছেলে মো. রাকিব উদ্দিন রনি (৩০), বকশীগঞ্জ উপজেলার দিকপাড়া গ্রামের মৃত আব্দুর রবের ছেলে মো. আব্দুল বাতেন খন্দকার (৩৫) ও একই উপজেলার দিকপাড়া উত্তরপাড়া গ্রামের মৃত আহালু গোটকার ছেলে মো. তাজুল ইসলাম (৪০)।