বিনামূল্যে ধানের বীজ পেলেন ২০০ কৃষক

বীজ বিতরণ অনুষ্ঠানে অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

শফিউল আলম লাভলু
নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

শেরপুরের নকলা উপজেলায় ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে। ২৮ অক্টোবর সকালে উপজেলার শিববাড়ী ঈদগাহ মাঠে বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানে এ বীজ বিতরণ করা হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস প্রমুখ।

আলোচনা সভা শেষে গনপদ্দী ও নকলা ইউনিয়নের ২০০ কৃষককে জনপ্রতি ৫ কেজি করে ব্রি-ধান ৫৮ এর বীজ বিতরণ করা হয়।