শাহপুরে বেকারিপণ্য প্রস্তুতকারীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

পণ্য সঠিকভাবে মোড়কীকরণ না করাসহ উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না দেওয়ায় জামালপুর শহরের শাহপুর এলাকার এক বেকারিপণ্য প্রস্তুতকারীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. জাহিদুল ইসলাম ২৩ অক্টোবর এ অভিযান চালান।

জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের একটি দল শহরের শাহপুর এলাকার মো. হোসেন আলীর বেকারিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে অভিযান চালান। এ সময় বিস্কুট, পাউরুটি ও কেক সঠিকভাবে মোড়কীকরণ না করা এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না দেওয়ার অভিযোগে মো. হোসেন আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৩৭ ও ৫১ ধারায় তাকে এ জরিমানা করা হয়। তিনি স্থানীয় মৃত আব্দুল হেকিমের ছেলে।