জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কবির উদ্দীন। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক
জামালপুর, বাংলারচিঠি ডটকম

‘কমাতে হলে সম্পদের ক্ষতি বাড়াতে হবে দুর্যোগের প্রস্তুতি’ এই প্রতিপাদ্যের আলোকে সারাদেশের মতো জামালপুরেও ১৩ অক্টোবর বর্ণাঢ্য অয়োজনে পালিত হয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এ উপলক্ষে সকাল ১০টায় জামালপুর বকুলতলা থেকে বের হয় শোভাযাত্রা। শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কবির উদ্দীন।

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কবির উদ্দীন। ছবি : বাংলারচিঠি ডটকম

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. ওয়ারেছ আলী মিয়া, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নায়েব আলী, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এনায়েত করীম, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, জেলা ব্র্যাক প্রতিনিধি শফিকুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন জামালপুর এর দুর্যোগ ও জেন্ডার বিশেষজ্ঞ রুমা ইয়াসমিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী হাকিম নজরুল ইসলাম।

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কবির উদ্দীন। ছবি : বাংলারচিঠি ডটকম

অনুষ্ঠানে উন্নয়ন সংঘ, ওয়ার্ল্ড ভিশন, ব্র্যাক, ইএসডিও, অপরাজেয় বাংলাদেশ, প্রগ্রেস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নার্সিং ইনস্টিটিউট, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের দুই শতাধিক প্রতিনিধি অংশ নেন।