বিশ্ব শিশু অধিকার সপ্তাহে উন্নয়ন সংঘের শিশু সমাবেশ

সমাবেশে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা হাকিম রাজিব কুমার সরকার। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক
জামালপুর, বাংলারচিঠিডটকম

‘গড়তে শিশুর ভবিষ্যৎ, স্কুল হবে নিরাপদ’ এই প্রতিপাদ্যের আলোকে ১০ অক্টোবর উন্নয়ন সংঘের উদ্যোগে বিশ্ব শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়। সংস্থার চাইল্ডসিটিতে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা হাকিম (এডিএম) রাজিব কুমার সরকার।

উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক গোলাম মোস্তফা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সুলতানা আহম্মেদ স্বপ্না, নারীনেত্রী আইনজীবী শামীম আরা, উন্নয়ন সংঘের আঞ্চলিক ব্যবস্থাপক মিনারা পারভীন, জেলা এনসিটিএফ সভাপতি সাবরিনা মমতাজ টুম্পা, গবেষক স্মরণী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম।

সমাবেশে শিশুদের পরিবেশিত নৃত্যানুষ্ঠান। ছবি : বাংলার চিঠি ডটকম

ইউরোপিও ইউনিয়নের আর্থিক সহায়তায় এবং অপরাজেয় বাংলাদেশের সাথে অংশিদারিত্বের ভিত্তিতে বাস্তবায়নাধীন উন্নয়ন সংঘের আইনের সংস্পর্শে ও সংঘাতে জড়িত শিশুদের সহায়তায় প্রাতিষ্ঠানিক দায়িত্ব উন্নয়ন (আইআইআরসিসিএল) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত শিশু সমাবেশে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাবেশে অপরাজেয় বাংলাদেশ, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র (বালিকা), বাংলাদেশ শিশু একাডেমি জামালপুর জেলা শাখা, স্থানীয় শিশুরাসহ দুই শতাধিক শিশু অংশ নেয়।