নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় জামালপুর সদর উপজেলার শ্রীপুর ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। ১০ সেপ্টেম্বর বিকেলে জামালপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার ফাইনাল খেলায় তারা শরিফপুর ইউনিয়ন ফুটবল একাদশকে টাইব্রেকারে পরাজিত করেছে।
খেলা শেষে প্রধান অতিথি জামালপুর সদর আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানারআপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা চিকিৎসক মুহাম্মদ মফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সাংগঠনিক সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুহাম্মদ সালেহীন রেজা, সদস্য আব্দুল হামিদ, শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম আলী, শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান ফনি, জেলা যুবলীগের সহসম্পাদক এইচ এম বিদ্যুৎ, জেলা ছাত্রলীগের সহসভাপতি বি এম রাজন, সাবেক ছাত্র নেতা মো. মোফাখারুল ইসলাম লিখন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মো. নূরে আলম জিকু, ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।