সরিষাবাড়ীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা শুরু

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। ছবি : বাংলার চিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী ॥
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা অনুর্ধ্ব-১৭ এর উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে ৯ সেপ্টেম্বর সকালে সরিষাবাড়ী শেখ রাসেল মিনি স্টেডিয়াম (গণময়দান) মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতার খেলা ১২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। উদ্বোধনী খেলায় উপজেলার আওনা ইউনিয়ন বনাম মহাদান ইউনিয়ন দল অংশ নেয়। এ ছাড়া সরিষাবাড়ী পৌরসভা, পৌগলদিঘা ইউনিয়ন, কামরাবাদ ইউনিয়ন ও পিংনা ইউনিয়ন দল এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

এ সময় সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হোসেন, যুব উন্নয়ন অফিসার মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মনির উদ্দিন, যুগ্ম সম্পাদক এম এ গনি, সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকন, পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, উপজেলা জাসদের সভাপতি মোহাম্মদ জিন্নাহ, উপজেলা যুব লীগের সভাপতি আশরাফ হোসেন, আর ডি এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, পৌগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামস উদ্দিন, মহাদান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল, কামরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর রহমান, আওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা বেলাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্ধ ও সাংবাদিক উপস্থিত ছিলেন।