সরিষাবাড়ীতে দুদকের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন দুদকের পরিচালক নাসিম আনোয়ার। ছবি : বাংলার চিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী॥
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় টাঙ্গাইলের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা, পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৫ সেপ্টেম্বর বিকেলে উপজেলার সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে গঠিত সততা সংঘের সদস্যদের জন্য সততা তহবিল উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন-দুদক এর ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ার। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাহাদুর আলীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও সরিষাবাড়ী উপজেলা চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, দুদক টাঙ্গাইলের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রেভা হালদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ওয়াজেদা পারভীন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আন্নু মিঞা, সহসভাপতি আবুল হোসেন সরকার প্রমুখ।