সাফ সুজুকি কাপ : ভুটানকে ২-০ গোলে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা
বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
ভুটানকে হারিয়ে সাফ সুজুকি কাপে শুভ সূচনা করল বাংলাদেশ। ৪ সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে জেমি ডে’র শিষ্যরা। বিজয়ী দলের হয়ে গোল করেছেন তপু বর্মন ও মাহবুবুর রহমান। এই জয়ের মাধ্যমে ২৩ মাস আগে ভুটানের মাটিতে এএফসি কাপে ভুটানের কাছে হারের প্রতিশোধও নিতে সক্ষম হল বাংলাদেশ।
৪ সেপ্টেম্বর প্রাণ চাঞ্চল্য ফিরে আসা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। ইন্দোনেশিয়ায় হয়তো সদ্য সমাপ্ত এশিয়ান গেমেসে অনূর্ধ্ব-২৩ দলের পারফর্মেন্স বাংলাদেশের ফুটবল দর্শকদের ফের স্টেডিয়াম মুখি করেছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিকে উপেক্ষা করে আনুমানিক ১৬ হাজার দর্শক হাজির হয়েছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। দর্শকদের এই আস্থা যিনি ফিরিয়ে দিয়েছেন তিনি হলেন ব্রিটিশ কোচ জেমি ডে।
যার তত্বাবধানে এশিয়াডের ৪০ বছরের ইতিহাসে প্রথমবারের মত দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। ওই সাফল্য অর্জনের পথে বাংলাদেশ হারিয়েছে ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ কাতারকে। যে দলের অন্তত ৭ থেকে ৮ জন খেলোয়াড় কাতার জাতীয় দলের হয়ে বিশ্বকাপে অংশগ্রহণ করবে।
ভুটানের বিপক্ষে অতীত অভিজ্ঞতার কারণেই হয়তো আজ ম্যাচের শুরু থেকে কিছুটা আগ্রাসী ছিল স্বাগতিক বাংলাদেশের খেলোয়াড়রা। এর সুফল ঘরে তুলতেও সময় নেয়নি তারা। তৃতীয় মিনিটে বল নিয়ে এগিয়ে যাওয়া ফাহাদকে বক্সে অবৈধভাবে বাধা দেন চেনচো তোবজাই। জবাবে পেনাল্টির নির্দেশ দেন রেফারি সিভাকর্ণ। পেনাল্টি শট থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন তপু বর্মন (১-০)।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আরও আক্রমাত্মক হয় ওঠে জামাল ভূঁইয়ারা। মিনিট চারেক পর মাঝ মাঠ থেকে বল পেয়ে ওয়ান টু ওয়ান পজিশনে গোলকিপারকে পেয়েও বল জালে প্রবেশ করাতে ব্যর্থ হন মাহবুবুর রহমান সুফিল। যার দায় তিনি শোধ করেন দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৪৭তম মিনিটে ডান প্রান্ত দিয়ে সতীর্থের কাছ থেকে বল পেয়ে কোনাকুনি এক শটে গোল করেন মাহবুবুর রহমান (২-০)। এতেই জয়ের নিরাপদ অবস্থানে পৌঁছে যায় স্বাগতিক দল। এশিয়াডে তার গোলেই থাইল্যান্ডের বিপক্ষে এগিয়ে ছিল বাংলাদেশ।
দুই গোল হজম করার পর অনেকটাই ভেঙ্গে পড়ে ভুটানের মনোবল। যে কারণে হারিয়ে যায় তাদের স্বভাবিক ছন্দ। অপরদিকে দুই গোলে এগিয়ে যাবার কারণে বাংলাদেশের খেলোয়াড়রাও কিছুটা রক্ষণাত্মক মুডে চলে যায়। ফলে আর কোন গোল আসেনি। শেষ দিকে অবশ্য দুই দলের খেলোয়াড়দের মধ্যে কিছুটা পেশী শক্তি ব্যবহারের প্রবনাতা দেখা যায়। তবে এতে গোল হয়নি। ফলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জেমি ডে’র শিষ্যরা।
৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান ২-১ গোলে নেপালকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে।
সূত্র : বাসস
সর্বশেষ
- নিউ ইয়র্কে কোভিড-১৯ টিকা নেওয়ার অভিজ্ঞতা (দ্বিতীয় খণ্ড)
- জামালপুরে বীর মুক্তিযোদ্ধা সাদরুজ্জামান হেলাল বীর প্রতীককে সম্মাননা
- সরিষাবাড়ীতে উন্নয়নের তিলোত্তমা পৌরসভা গড়বো আমরা : তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান
- জামালপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় পতাকা মিছিল
- ২৪ শর্তে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি
- নতুন অ্যাপ আনল ফেসবুক
- যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় না বসার সিদ্ধান্ত নিয়েছে ইরান
- করোনার টিকা নিলেন ভারতের প্রধানমন্ত্রী
- পিএসসির মাধ্যমে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে রাষ্ট্রপতির পরামর্শ
- উন্নয়নশীল দেশে উত্তরণ: মাননীয় প্রধানমন্ত্রীকে বশেফমুবিপ্রবি ভিসির অভিনন্দন
- নৌকায় ৪৫৫৯৮ ভোট পেয়ে ছানোয়ার মেয়র নির্বাচিত, মামুন ২১৫৬ ভোট
- লেখক মুশতাকের মৃত্যু নিয়ে কুচক্রী মহল ঘোলা-পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে : ওবায়দুল কাদের
- এইচএসসি পরীক্ষার রিভিউয়ের ফল প্রকাশ
- ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ
- প্রাথমিকের ৪৮ হাজার শিক্ষককে যেতে হবে প্রশাসনিক ট্রাইব্যুনালে