
সাহিদুর রহমান, ইসলামপুর ॥
জামালপুরের সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহজাবিন খালেদ নির্বাচনী গণসংযোগ করেছেন। তিনি ১৩ আগস্ট বিকেলে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বেনোয়ারচর, চিনারচর বাজারসহ বিভিন্ন এলাকায় এ গণসংযোগ করেন।
এ সময় সংসদ সদস্য মাহজাবিন খালেদ সাধারণ ভোটারদের নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান। এ ছাড়াও বেনোয়ারচর বাজারে আলোচনা সভায় তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে আপনাদের আবারও নৌকা মার্কায় ভোট দিতে হবে।

সভায় এলাকাবাসী বেনোয়ারচরের বন্ধ হওয়া একটি কমিউনিটি ক্লিনিক চালু করার দাবি জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মাহজাবিন খালেদ।
সংসদ সদস্য মাহজাবিন খালেদের সাথে গণসংযোগে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা অংশ নেন।