মদন মোহন ঘোষ, দেওয়ানগঞ্জ ॥
জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার ছয়তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ৩১ জুলাই বিকেলে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহা পরিদর্শক (আইজিপি) মোখলেসুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ছয়তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
পরে তিনি দেওয়ানগঞ্জ মডেল থানা চত্বরে জামালপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
জামালপুরের পুলিশ সুপার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহান শাহ, জেলা পরিষদের সদস্য আসলাম হোসেন, কমিউনিটি পুলিশের সভাপতি নারায়ন চন্দ্র সাদা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ, গণপূর্ত প্রকৌশলী আতাউর রহমান সিদ্দিকী, ইসলামপুর আওয়ামী লীগ নেতা জাবেদ মোশারফ রোপম, চেয়ারম্যান সেলিম খান, চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখাল, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেওয়ানগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আমিরুল ইসলাম।
এর আগে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আমিনুল হক।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নদী তীরবর্তী চরাঞ্চলের জনসাধারণেরা উপস্থিত ছিলেন।
বাংলার চিঠি ডেস্ক : 



















