জামালপুরে আওয়ামী লীগের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহায়তায় জামালপুর জেলা আওয়ামী লীগের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই জামালপুর শহরের লুইজ ভিলেজের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা, সাংগঠনিক তৎপরতার উৎকর্ষ এবং শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চা বৃদ্ধির উদ্দেশে জেলা আওয়ামী লীগ এ সম্মেলনের আয়োজন করে।

আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ।

সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী। ছবি : বাংলার চিঠি ডটকম

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা ও জি এস এম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সরিষাবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মেলান্দহ পৌর আওয়ামী লীগের সভাপতি নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকছুদ বিন জালাল প্লাবন, জেলা যুব মহিলালীগের আহ্বায়ক ফারজানা ইয়াসমিন লিটা প্রমুখ।

আওয়ামী লীগের জেলা প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ। ছবি : বাংলার চিঠি ডটকম

প্রতিনিধি সম্মেলনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতিনিধি নারগিস আক্তার ও নিরুপমা ভৌমিক।

জামালপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গদলের সারাজেলার ১৬০ জন নেতা এ সম্মেলনে অংশ নেন।

sarkar furniture Ad
Green House Ad