ঢাকা ১০:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে চাঁদা না পেয়ে ছাত্রদলের সাবেক নেতাসহ তিনজনকে ছুরিকাঘাত আওয়ামী লীগ জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল : শামীম তালুকদার শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবিতে জামালপুরে মানববন্ধন শেরপুরে পাখি শিকারির কারাদন্ড বকশীগঞ্জে বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে ইউএনও, দিলেন দিকনির্দেশনা টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন : শেরপুরে লক্ষ্যমাত্রা ৩ লাখ ৮৩ হাজার শিশু ইসলামপুর উন্নয়ন কমিটির অর্থায়নে আনজুমান বেগমের দেহে অস্ত্রোপচার সম্পন্ন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত মাদারগঞ্জে ছাগল ও চেক বিতরণ বিশ্ব ডাক দিবস আজ : লাল ডাকবাক্সে নেই চিঠি, স্মৃতি ডাকপিয়নের ঘণ্টাধ্বনি

শরিফপুরে বালু উত্তোলনকারী দু’জনের কারাদণ্ড

ব্রহ্মপুত্র নদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : বাংলারচিঠি ডটকম

ব্রহ্মপুত্র নদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : বাংলারচিঠি ডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর সদরের শরিফপুর ইউনিয়নের জয়রামপুর তালতলা এলাকায় ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনকারী এক বালুব্যবসায়ী ও তার এক শ্রমিককে কারাদণ্ড, ড্রেজার মেশিন, লোহার পাইপ ও ড্রাম জব্দ, শ্যালোমেশিন ধংস এবং বিপুল পরিমাণ বালু জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৭ ফেব্রুয়ারি দুপুরে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, ব্রহ্মপুত্র নদসহ বিভিন্ন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. ইমরানুল হক, ইবনুল আবেদীন ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মাজহারুল ইসলাম পুলিশ নিয়ে ২৭ ফেব্রুয়ারি দুপুরে দুপুরে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের জয়রামপুর তালতলা এলাকায় ব্রহ্মপুত্র নদে অভিযান চালান।

এ সময় অবৈধভাবে বালু উত্তোলন ব্যবসার মালিক মো. আহসানুল ইসলাম রুবেল ও তার শ্রমিক মো. রফিকুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের রায়ে ২০১০ সালের বালু মাটি ব্যবস্থাপনা আইনের ৪(১৫) এর ১ ধারায় মো. আহসানুল ইসলামকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত মো. আহসানুল ইসলাম সদরের রানাগাছা ইউনিয়নের নান্দিনা বাজার এলাকার মৃত রুস্তম আলীর ছেলে। তার শ্রমিক সদরের লক্ষ্মীরচর ইউনিয়নের রায়েরচর মোল্লাপাড়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. রফিকুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের দল বালু উত্তোলনের তিনটি ড্রেজার মেশিন, ৪১টি লোহার পাইপ ও ১২টি ড্রাম জব্দ এবং নৌকায় রাখা দুটি শ্যালো মেশিন পুড়িয়ে ধংস করা হয়। এ ছাড়াও অবৈধভাবে উত্তোলন করে নদের পাড়ে মজুদ করে রাখা নয় লাখ ১০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মাজহারুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে বাংলারচিঠি ডটকমকে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে চাঁদা না পেয়ে ছাত্রদলের সাবেক নেতাসহ তিনজনকে ছুরিকাঘাত

শরিফপুরে বালু উত্তোলনকারী দু’জনের কারাদণ্ড

আপডেট সময় ০৯:৫৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৯
ব্রহ্মপুত্র নদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : বাংলারচিঠি ডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর সদরের শরিফপুর ইউনিয়নের জয়রামপুর তালতলা এলাকায় ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনকারী এক বালুব্যবসায়ী ও তার এক শ্রমিককে কারাদণ্ড, ড্রেজার মেশিন, লোহার পাইপ ও ড্রাম জব্দ, শ্যালোমেশিন ধংস এবং বিপুল পরিমাণ বালু জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৭ ফেব্রুয়ারি দুপুরে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, ব্রহ্মপুত্র নদসহ বিভিন্ন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. ইমরানুল হক, ইবনুল আবেদীন ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মাজহারুল ইসলাম পুলিশ নিয়ে ২৭ ফেব্রুয়ারি দুপুরে দুপুরে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের জয়রামপুর তালতলা এলাকায় ব্রহ্মপুত্র নদে অভিযান চালান।

এ সময় অবৈধভাবে বালু উত্তোলন ব্যবসার মালিক মো. আহসানুল ইসলাম রুবেল ও তার শ্রমিক মো. রফিকুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের রায়ে ২০১০ সালের বালু মাটি ব্যবস্থাপনা আইনের ৪(১৫) এর ১ ধারায় মো. আহসানুল ইসলামকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত মো. আহসানুল ইসলাম সদরের রানাগাছা ইউনিয়নের নান্দিনা বাজার এলাকার মৃত রুস্তম আলীর ছেলে। তার শ্রমিক সদরের লক্ষ্মীরচর ইউনিয়নের রায়েরচর মোল্লাপাড়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. রফিকুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের দল বালু উত্তোলনের তিনটি ড্রেজার মেশিন, ৪১টি লোহার পাইপ ও ১২টি ড্রাম জব্দ এবং নৌকায় রাখা দুটি শ্যালো মেশিন পুড়িয়ে ধংস করা হয়। এ ছাড়াও অবৈধভাবে উত্তোলন করে নদের পাড়ে মজুদ করে রাখা নয় লাখ ১০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মাজহারুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে বাংলারচিঠি ডটকমকে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।