ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১৮ ঘণ্টা পর আরেক শিশুর মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৪, নিখোঁজ ১ জামালপুরে মাদরাসা শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপিত বকশীগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি শুরু এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় এজিএম ও ক্লাব বোর্ড নির্বাচন অনুষ্ঠিত পাররামরামপুর ইউনিয়নে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাদারগঞ্জে বৃক্ষরোপণ, ক্যান্সার রোগীদের চিকিৎসা সহায়তা ইসলামপুরে অসময়ে যমুনা নদীর তীব্র ভাঙনে দিশেহারা আখচাষীরা শেরপুরে শেষ হলো ক্যাথলিক খ্রিষ্টভক্তদের ফাতেমা রাণীর তীর্থোৎসব সরিষাবাড়ীতে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকের উপর হামলা

মাদারগঞ্জে ১৮ ঘণ্টা পর আরেক শিশুর মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৪, নিখোঁজ ১

মাদারগঞ্জ : নিখোঁজ দুই শিশুর অনুসন্ধান তৎপরতা দেখতে উৎসুক জনতার ভিড়। ছবি : বাংলারচিঠিডটকম 

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঝিনাই নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কুলসুম (৮) নামের এক শিশুর মরদেহ ১৮ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ ঘটনায় সহোদর ভাই-বোনসহ চার শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে বৈশাখী (১০) নামের আরেক শিশু।

১ নভেম্বর, শনিবার বেলা ১১টার দিকে উপজেলার সিধুলী ইউনিয়নের চরভাটিয়ানী আনোয়ার সরকার বাড়ির ঘাট এলাকা থেকে কুলসুমের মরদেহ উদ্ধার করা হয়। কুলসুম ওই গ্রামের আজাদ মিয়ার মেয়ে।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ পরিদর্শক মো. দেলোয়ার হোসেন এ প্রতিবেদককে বলেন, ঘটনার দিন ৩১ অক্টোবর, শুক্রবার তিন শিশুর মরদেহ উদ্ধারের পর নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে দ্বিতীয় দিনের মত অভিযান শুরু করে ডুবুরি দল। প্রায় দুই ঘণ্টা তল্লাশির পর ১ নভেম্বর সকালে কুলসুমের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ আরেক শিশুর সন্ধান এখনও চলছে।

তিনি আরও জানান, ৩১ অক্টোবর বিকালে ছয় শিশু একসঙ্গে ঝিনাই নদে গোসল করতে নামে। তাদের মধ্যে ইয়াসিন নামের এক শিশু সাঁতরে তীরে উঠতে পারলেও বাকি পাঁচ শিশু ডুবে যায়। পরে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে।

অভিযানের একপর্যায়ে চর ভাটিয়ানী মধ্যপাড়া গ্রামের দুদু মিয়ার দুই সন্তান পলি আক্তার (১২) ও আবু হোসেন (৮), এবং সরিষাবাড়ী উপজেলার বাউশী গ্রামের নূর ইসলামের মেয়ে সায়েবা আক্তারের (৮) মরদেহ উদ্ধার করা হয়। পাঁচ শিশুর মধ্যে কুলসুম (৮) ও বৈশাখী (১০) নিখোঁজ থাকে এবং সন্ধ্যা নেমে পড়ায় ওই দিনের মত উদ্ধার কাজ সমাপ্তি করে ফায়ার সার্ভিস।

 

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে ১৮ ঘণ্টা পর আরেক শিশুর মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৪, নিখোঁজ ১

মাদারগঞ্জে ১৮ ঘণ্টা পর আরেক শিশুর মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৪, নিখোঁজ ১

আপডেট সময় ১১:২৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঝিনাই নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কুলসুম (৮) নামের এক শিশুর মরদেহ ১৮ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ ঘটনায় সহোদর ভাই-বোনসহ চার শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে বৈশাখী (১০) নামের আরেক শিশু।

১ নভেম্বর, শনিবার বেলা ১১টার দিকে উপজেলার সিধুলী ইউনিয়নের চরভাটিয়ানী আনোয়ার সরকার বাড়ির ঘাট এলাকা থেকে কুলসুমের মরদেহ উদ্ধার করা হয়। কুলসুম ওই গ্রামের আজাদ মিয়ার মেয়ে।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ পরিদর্শক মো. দেলোয়ার হোসেন এ প্রতিবেদককে বলেন, ঘটনার দিন ৩১ অক্টোবর, শুক্রবার তিন শিশুর মরদেহ উদ্ধারের পর নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে দ্বিতীয় দিনের মত অভিযান শুরু করে ডুবুরি দল। প্রায় দুই ঘণ্টা তল্লাশির পর ১ নভেম্বর সকালে কুলসুমের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ আরেক শিশুর সন্ধান এখনও চলছে।

তিনি আরও জানান, ৩১ অক্টোবর বিকালে ছয় শিশু একসঙ্গে ঝিনাই নদে গোসল করতে নামে। তাদের মধ্যে ইয়াসিন নামের এক শিশু সাঁতরে তীরে উঠতে পারলেও বাকি পাঁচ শিশু ডুবে যায়। পরে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে।

অভিযানের একপর্যায়ে চর ভাটিয়ানী মধ্যপাড়া গ্রামের দুদু মিয়ার দুই সন্তান পলি আক্তার (১২) ও আবু হোসেন (৮), এবং সরিষাবাড়ী উপজেলার বাউশী গ্রামের নূর ইসলামের মেয়ে সায়েবা আক্তারের (৮) মরদেহ উদ্ধার করা হয়। পাঁচ শিশুর মধ্যে কুলসুম (৮) ও বৈশাখী (১০) নিখোঁজ থাকে এবং সন্ধ্যা নেমে পড়ায় ওই দিনের মত উদ্ধার কাজ সমাপ্তি করে ফায়ার সার্ভিস।