জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট প্রদান করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধসহ ৫ দফ দাবিতে জামালপুরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার নেতৃবৃন্দ। ২৭ অক্টোবর, সোমবার বিকালে জামালপুর শহরের লম্বাগাছ এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মুফতী মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার উপদেষ্টা ডাক্তার ইউনুস আহমদ, জয়েন্ট সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা মোখলেছুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মুফতী জাহিদুর ইসলাম, সদর উপজেলার সভাপতি মো. হামিদুর রহমান, ইসলামী আন্দোলন পৌর শাখার সভাপতি শাহেদ আলী, জাতীয় শিক্ষক ফোরাম জেলা শাখার সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন, শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি ময়নাল ইসলাম, সেক্রেটারি হেকিম মো. শাহ আলম প্রমুখ। সমাবেশ সঞ্চালন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজী।
সভাপতির বক্তব্যে মুফতী মোস্তফা কামাল বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট প্রদান করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোট প্রদান করা। অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান তিনি।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সকল নেতৃবৃন্দ অংশ নেন।
মো. আলমগীর : নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম 


















