ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছে ছাত্রদল বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে বিনামূল্যে শুকনো খাবার বিতরণ জামালপুর যৌনপল্লী যেন এই শহরের অন্ধকারবেষ্টিত এক নির্মমতার উদাহরণ জামালপুরে ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল জামালপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত মাদারগঞ্জে হকার্স মার্কেটে আগুন, ২১ দোকান পুড়ে ছাই জামালপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৪, আহত ৪ গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী : সরিষাবাড়ীতে আনন্দ শোভাযাত্রা, দোয়া মাহফিল শেরপুরে জোরপূর্বক জমি ও দোকানপাট দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি : এমপি প্রার্থী মো. রাশেদুল ইসলাম

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৪, আহত ৪

জামালাপুর : দুর্ঘটনায় ভেঙে চুরমার হয়ে যায় অটোরিকশা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ চারজন নিহত এবং এক শিশুসহ গুরুতর আহত হয়েছে চারজন। ২৭ অক্টোবর, সোমবার দুপুরে জামালপুর সদর উপজেলার জামালপুর অর্থনৈতিক অঞ্চলের সামনে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সরিষাবাড়ী উপজেলার সানাকৈর এলাকার হায়দার আলীর ছেলে রাশেদ (৩০), একই উপজেলার উচ্চগ্রাম এলাকার শরিফ আহমেদের স্ত্রী আরিফা আক্তার পলি (২৮), জামালপুর সদর উপজেলার নারায়ণপুর এলাকার মৃত ময়েজ উদ্দিনের ছেলে চান মিয়া (৬২) ও অজ্ঞাত এক নারী।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে জামালপুর থেকে দিগপাইতগামী কাভার্টভ্যানের সাথে জামালপুরগামী ব্যাটারিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাশেদ নামে এক যাত্রী নিহত হন। স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে আরিফা আক্তার পলিসহ অপর এক অজ্ঞাত নারীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চান মিয়া নামে আরও একজন মারা যান।

জামালপুর : দুর্ঘটনাস্থল ছিল জামালপুর অর্থনৈতিক অঞ্চলের সামনের সড়কে। ছবি : বাংলারচিঠিডটকম

এদিকে অবস্থা গুরুতর হওয়ায় আহত এক শিশুসহ চারজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন- দুর্ঘটনায় নিহত সরিষাবাড়ী উপজেলার উচ্চগ্রাম এলাকার আরিফা আক্তার পলির ছেলে আরশ (৭), জামালপুর সদর উপজেলার কাষ্টসিঙ্গা গ্রামের অটোরিকশাচালক জাহাঙ্গীর আলম (৪০), দিগপাইত এলাকার সাদিকা আক্তার (২৫) ও নারায়ণপুর এলাকার সন্ধ্যা বেগম (৫০)।

জামালপুর সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব এ প্রতিবেদককে বলেন, দুর্ঘটনার পর ঘাতক কাভার্টভ্যানটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয়রা দিগপাইত এলাকায় ঘাতক কাভার্টভ্যানটিকে আটক করে।  কিন্তু চালক পালিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক কাভার্টভ্যানটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছে ছাত্রদল

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৪, আহত ৪

আপডেট সময় ০৯:১৭:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ চারজন নিহত এবং এক শিশুসহ গুরুতর আহত হয়েছে চারজন। ২৭ অক্টোবর, সোমবার দুপুরে জামালপুর সদর উপজেলার জামালপুর অর্থনৈতিক অঞ্চলের সামনে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সরিষাবাড়ী উপজেলার সানাকৈর এলাকার হায়দার আলীর ছেলে রাশেদ (৩০), একই উপজেলার উচ্চগ্রাম এলাকার শরিফ আহমেদের স্ত্রী আরিফা আক্তার পলি (২৮), জামালপুর সদর উপজেলার নারায়ণপুর এলাকার মৃত ময়েজ উদ্দিনের ছেলে চান মিয়া (৬২) ও অজ্ঞাত এক নারী।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে জামালপুর থেকে দিগপাইতগামী কাভার্টভ্যানের সাথে জামালপুরগামী ব্যাটারিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাশেদ নামে এক যাত্রী নিহত হন। স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে আরিফা আক্তার পলিসহ অপর এক অজ্ঞাত নারীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চান মিয়া নামে আরও একজন মারা যান।

জামালপুর : দুর্ঘটনাস্থল ছিল জামালপুর অর্থনৈতিক অঞ্চলের সামনের সড়কে। ছবি : বাংলারচিঠিডটকম

এদিকে অবস্থা গুরুতর হওয়ায় আহত এক শিশুসহ চারজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন- দুর্ঘটনায় নিহত সরিষাবাড়ী উপজেলার উচ্চগ্রাম এলাকার আরিফা আক্তার পলির ছেলে আরশ (৭), জামালপুর সদর উপজেলার কাষ্টসিঙ্গা গ্রামের অটোরিকশাচালক জাহাঙ্গীর আলম (৪০), দিগপাইত এলাকার সাদিকা আক্তার (২৫) ও নারায়ণপুর এলাকার সন্ধ্যা বেগম (৫০)।

জামালপুর সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব এ প্রতিবেদককে বলেন, দুর্ঘটনার পর ঘাতক কাভার্টভ্যানটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয়রা দিগপাইত এলাকায় ঘাতক কাভার্টভ্যানটিকে আটক করে।  কিন্তু চালক পালিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক কাভার্টভ্যানটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।