ক্ষমতা পরিবর্তনের পরও ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিন এখনো বহাল তবিয়তে রয়েছেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় দাপটের সঙ্গে এলাকায় রাজত্ব চালিয়েছেন তিনি।
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে তিনি সক্রিয় ভ‚মিকা নিয়েছিলেন। ক্ষমতার পালাবদলেও তার প্রভাব-প্রতিপত্তিতে ভাটা পড়েনি। বরং ৫ আগস্টের পর নিজাম উদ্দিন বনে যান স্বঘোষিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
ছাত্র-জনতার আন্দোলন দমনে সরাসরি যুক্ত এই ইউপি সদস্য কীভাবে এখনও প্যানেল চেয়ারম্যান পদে বহাল রয়েছেন, তা নিয়ে এলাকায় তীব্র আলোচনা ও সমালোচনা চলছে। স্থানীয় সচেতনমহল মনে করছেন, ছাত্র আন্দোলন দমনে জড়িতদের এখনও বিচারের মুখোমুখি না করা শহীদের রক্তের সঙ্গে প্রতারণার শামিল।
চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সদস্য নিজাম উদ্দিনের বিরুদ্ধে ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে আওয়ামী লীগের লাঠি মিছিলে অংশ নেয়া, কৌশলে ইউপি প্রশাসকসহ অন্যান্য সদস্যদের কোনঠাসা করার চেষ্টা এবং সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মেরও অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগ সত্তে¡ও তিনি এখনও পদে বহাল রয়েছেন। এ বিষয়ে তদন্ত ও প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় কয়েকজন নাগরিক।
জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলালের নেতৃত্বে বালিজুড়ী বাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা চালায় আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। ওই হামলায় অন্তত ১০ জন শিক্ষার্থী গুরুতর আহত হন। শতাধিক শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করা হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওচিত্রে দেখা যায়, ছাত্র-জনতার আন্দোলন দমাতে আওয়ামী লীগের লাঠি মিছিলে অংশ নিয়েছিলেন নিজাম উদ্দিন। এমন ভিডিও ছড়িয়ে পড়ায় এলাকায় চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
তবে অভিযোগ প্রসঙ্গে প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, আমি বালিজুড়ী বাজারে ব্যবসা করি। স্থানীয় ব্যবসায়ীরা মিছিলে যোগ দেওয়ায় আমিও অংশ নেই। দলীয় পদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কে বা কারা আমার নাম দিয়েছে তা আমি জানি না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আরিফুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, আওয়ামী লীগের অনেক দোসর এখনও বিভিন্ন কমিটিতে সক্রিয়। তাদের বিরুদ্ধে খুব শিগগিরই মামলা হবে। প্রকৃত অপরাধীরা যাতে শাস্তি পায় আমরা সেই প্রত্যাশা করি।
চরপাকেরদহ ইউনিয়নের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক এ প্রতিবেদককে বলেন, প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিন ৪ আগস্ট আওয়ামী লীগের মিছিলে অংশ নিয়েছিলেন- এ তথ্য আপনার মাধ্যমে জানতে পারলাম। তার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।