বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে চতুর্থ বারের মত আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলা ইউনিট নেতৃবৃন্দ।১৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকালে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
জামালপুর জেলা আইনজীবী ফোরামের আহবায়ক আইনজীবী আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
জামালপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আইনজীবী রিশাদ রেজওয়ান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আইনজীবী মো. গোলাম নবী। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইনজীবী নওয়াব আলী খান, মনজুর কাদের বাবুল খান, দিদারুল ইসলাম, মোকাম্মেল হোসাইন, খায়রুল ইসলাম, মোবারক হোসেন, দিলরুবা ইয়াসমিন, মাহমুদুল হাসান পলাশ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনকে সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।