জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় শশুরবাড়িতে গৃহবধূ সুমাইয়া হত্যা ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও ন্যায়বিচারের দাবিতে ইসলামপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুরে মোশারফগঞ্জ বাজারে নিহতের স্বজন ও এলাকাবাসী এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে ওই গৃহবধূর মা নিলুফা বেগম বলেন, আমার মেয়েকে হত্যা করা হয়েছে। স্বামী-শ্বশুরবাড়ির লোকজন বিয়ের পর থেকেই তাকে নির্যাতন করে আসছিল। অদ্যবধি পুলিশ মামলা নিচ্ছে না। এর সুষ্ঠু বিচার চাই।
প্রসঙ্গত, ১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ভোর রাতে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে দেওয়ানগঞ্জ থানা পুলিশ বীর উৎমারচর গ্রামে সুমাইয়ার শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের পর স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করে পুলিশ। নিহত সুমাইয়া ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ তেঘুরিয়া গ্রামের মৃত শহিদের কন্যা। আট মাস হল পাশের উপজেলা দেওয়ানগঞ্জের সদর ইউনিয়নের বীর উৎমারচর গ্রামের সোনাজ উদ্দিনের ছেলে সুমন তাকে বিয়ে করেন।
এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান এ প্রতিবেদককে বলেন, ঘটনাটি তদন্ত অব্যাহত আছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মামলা নেয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।