ঢাকা ০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুজন জামালপুর জেলা শাখার নতুন কমিটির সভাপতি অজয়, সাজ্জাদ সম্পাদক মাদারগঞ্জে কল প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ইসলামপুরে বেড়েছে চোরের উৎপাত মাচায় লাউ চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন মাদারগঞ্জের কৃষক এমদাদ জন্ম মৃত্যু নিবন্ধন কাজে সাফল্যের পঞ্চম স্থানে জামালপুর জেলা রোগীদের পাশে মাদারগঞ্জ উপজেলা বিএনপিনেতা খালিদ হাসান তারেক রহমানের নেতৃত্বে সমতা ও ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালিত হবে : শামীম তালুকদার সাংবাদিক নাদিমের কবর জিয়ারত করলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের নেতৃবৃন্দ গাজীপুরে শিশু ধর্ষণের প্রতিবাদে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ গোপনে সুপার ও আয়া নিয়োগের পায়তারা, ভারপ্রাপ্ত সুপার জানেন না তিনি দ্বায়িত্বে

ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভয় দেখিয়ে লাভ নেই : সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

জামালপুর : বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছবি : বাংলারচিঠিডটকম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর আবারও আগের ধারাবাহিকতায় চাঁদাবাজেরা আসবে, খুনিরা আসবে, আবারও স্টেশন দখলকারীরা আসবে, ঘাট দখলকারীরা আসবে, দিল্লিতে বৃষ্টি পড়লে বাংলাদেশে ছাতা ধরবে। এটার জন্য মানুষ জীবন দেয়নি। প্রয়োজন হলে আবারও বাংলাদেশকে স্বাধীন করার জন্য রাজপথে মানুষ নামবে।

৭ আগস্ট, রবিবার বিকালে জামালপুর শহরের ফৌজদারী মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখা আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ৫৩ বছর দেশে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোতে দিনের ভোট রাতে দেওয়া হয়েছে। ভোটকেন্দ্র দখল করে নিজেদের প্রার্থীর পক্ষে ব্যালট বাক্স ভরা হয়েছে। অযোগ্য লোকগুলোকে দিয়ে সংসদ বানিয়েছে। গানের আড্ডালয় বানিয়েছে। গানের আড্ডালয় কি আমাদের সংসদ। নাকি দেশ সুন্দর করার জন্য সংসদ? সেখানে তামাশা করা হয়েছে।

তিনি বলেন, তাই আমরা পিআর পদ্ধিতিতে নির্বাচন চেয়েছি। কেন? ৩৫ থেকে ৪০ শতাংশ ভোট পেয়ে যারা দেশ পরিচালনা করে। এককভাবে ক্ষমতায় যায়। এরপর সংবিধানকে চটি বই হিসেবে ব্যবহার করে। যখন মনে চায় সেই রকমই সংবিধান পরিবর্তন করে। তাই কেউ কথা না বললেও আমাদের কথা বলতেই হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভয় দেখিয়ে, চোখ রাঙিয়ে লাভ নেই।

ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালাপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামালের সভাপতিত্বে জনসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী যুগ্মমহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডাক্তার নাসির উদ্দিন, শুরা সদস্য ডাক্তার সৈয়দ ইউনুছ আহাম্মদ প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

সুজন জামালপুর জেলা শাখার নতুন কমিটির সভাপতি অজয়, সাজ্জাদ সম্পাদক

ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভয় দেখিয়ে লাভ নেই : সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

আপডেট সময় ০৯:৪০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর আবারও আগের ধারাবাহিকতায় চাঁদাবাজেরা আসবে, খুনিরা আসবে, আবারও স্টেশন দখলকারীরা আসবে, ঘাট দখলকারীরা আসবে, দিল্লিতে বৃষ্টি পড়লে বাংলাদেশে ছাতা ধরবে। এটার জন্য মানুষ জীবন দেয়নি। প্রয়োজন হলে আবারও বাংলাদেশকে স্বাধীন করার জন্য রাজপথে মানুষ নামবে।

৭ আগস্ট, রবিবার বিকালে জামালপুর শহরের ফৌজদারী মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখা আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ৫৩ বছর দেশে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোতে দিনের ভোট রাতে দেওয়া হয়েছে। ভোটকেন্দ্র দখল করে নিজেদের প্রার্থীর পক্ষে ব্যালট বাক্স ভরা হয়েছে। অযোগ্য লোকগুলোকে দিয়ে সংসদ বানিয়েছে। গানের আড্ডালয় বানিয়েছে। গানের আড্ডালয় কি আমাদের সংসদ। নাকি দেশ সুন্দর করার জন্য সংসদ? সেখানে তামাশা করা হয়েছে।

তিনি বলেন, তাই আমরা পিআর পদ্ধিতিতে নির্বাচন চেয়েছি। কেন? ৩৫ থেকে ৪০ শতাংশ ভোট পেয়ে যারা দেশ পরিচালনা করে। এককভাবে ক্ষমতায় যায়। এরপর সংবিধানকে চটি বই হিসেবে ব্যবহার করে। যখন মনে চায় সেই রকমই সংবিধান পরিবর্তন করে। তাই কেউ কথা না বললেও আমাদের কথা বলতেই হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভয় দেখিয়ে, চোখ রাঙিয়ে লাভ নেই।

ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালাপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামালের সভাপতিত্বে জনসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী যুগ্মমহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডাক্তার নাসির উদ্দিন, শুরা সদস্য ডাক্তার সৈয়দ ইউনুছ আহাম্মদ প্রমুখ।