বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরের নকলায় আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। নকলা উপজেলা ও শহর বিএনপির উদ্যোগে ৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকালে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীতে মাঠে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্মআহবায়ক প্রকৌশলী ফাহিম চৌধুরী।
নকলা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহবায়ক মহিউদ্দিন মুক্তার, মোজাম্মেল হক, মোনায়েম খাঁ, ইস্রাফিল খলিল, মোবাশ্বের আলী (টুটন) চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক শফিউল আলম পলাশ, সদস্য সচিব মুরাদুজ্জামান মাসুম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোবারক হোসেন মিন্টু, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আলমগীর হোসেন, উপজেলা কৃষকদলের আহবায়ক রফিকুল ইসলাম রফিক, পৌর কৃষকদলের আহবায়ক মনিরুজ্জামান মনির ও সদস্য সচিব নজিবুর রহমান নয়ন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাফিকুল হাসান রবিন, উপজেলা ছাত্রদল নেতা মো. আফজাল হোসেন ও পৌর ছাত্রদলের আহবায়ক সারোয়ার হোসেন অভি প্রমুখ। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সদস্য এনামুল হক রিপন।

সভায় বক্তারা বলেন, বিএনপি এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোন প্রকার ষড়যন্ত্র হলে তার জবাব রাজপথেই দেওয়া হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে জয়ী করতে সকল নেতা-কর্মীকে যার যার অবস্থান থেকে কাজ করার আহবান জানানো হয়।
আলোচনা সভা শেষে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
 
																			 
																		 
										 মুগনিউর রহমান মনি : নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম
																মুগনিউর রহমান মনি : নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম								 


















