পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা উৎপাদন এবং রোপণ বন্ধে শেরপুরের শ্রীবরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে ২১ আগস্ট বৃহস্পতিবার বিকালে সীমান্তবর্তী গারো পাহাড়ের পাদদেশে রাণীশিমুল ইউনিয়নের বালিজুরি বাজারে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, আমাদের সীমান্তবর্তী শেরপুর জেলার পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা উৎপাদন, রোপণ ও বিতরণ বন্ধে শ্রীবরদী উপজেলার সকল ইউনিয়নের জনপ্রতিনিধি ও বিভিন্ন স্টেক হোল্ডারের প্রতিনিধিদের সঙ্গে ইতিমধ্যেই আমাদের আলোচনা হয়েছে। তারা এসব গাছের চারা উৎপাদন, বিপনন ও রোপণ বন্ধে সরকারের পাশাপাশি জনসচেতনতা গড়ে তুলবেন।
তিনি আরও বলেন, বিভিন্ন হাটবাজারে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা যাতে বিক্রি করতে না পারে এ জন্য হাটবাজারের ইজারাদার ও সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।
ক্যাম্পেইনে বালিজুরি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমাত জাহান, শেরপুর প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি, আরটিভির স্টাফ রিপোর্টার ও পরিবেশকর্মী মুগনিউর রহমান মনি, বালিজুরি রেঞ্জের সদর বিট কর্মকর্তা রাকিব হাসানসহ বন বিভাগ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বাসিন্দা এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইন শেষে বালিজুরির খাস জমিতে রোপণ করা বেশ কিছু ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা কেটে ফেলা হয়।