ঢাকা ১২:১২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল : শামীম তালুকদার শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবিতে জামালপুরে মানববন্ধন শেরপুরে পাখি শিকারির কারাদন্ড বকশীগঞ্জে বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে ইউএনও, দিলেন দিকনির্দেশনা টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন : শেরপুরে লক্ষ্যমাত্রা ৩ লাখ ৮৩ হাজার শিশু ইসলামপুর উন্নয়ন কমিটির অর্থায়নে আনজুমান বেগমের দেহে অস্ত্রোপচার সম্পন্ন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত মাদারগঞ্জে ছাগল ও চেক বিতরণ বিশ্ব ডাক দিবস আজ : লাল ডাকবাক্সে নেই চিঠি, স্মৃতি ডাকপিয়নের ঘণ্টাধ্বনি বকশীগঞ্জে মাদকব্যবসায়ী ছিনতাই, দুই পুলিশ আহত, আটক ৪

জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধে ধর্মীয় নেতাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুর : বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ। ছবি : বাংলািচিঠডিটকম

শিশুদের সুরক্ষা ও স্বাভাবিক বিকাশের লক্ষ্যে সামাজিক ব্যাধি বাল্যবিয়ে প্রতিরোধে জামালপুরে ধর্মীয় নেতাদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা ২২ জুলাই, মঙ্গলবার সকালে জেলা মডেল মসজিদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রাম এপি এ আলোচনা সভার আয়োজন করে।

ইসলামিক ফাউণ্ডেশন জামালপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক মনজুরুল আলম। সভার শুরুতেই ঢাকায় উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের আরোগ্য লাভের জন্য দোয়া করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন্নাহার, জামালপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, জামালপুর এপির এরিয়া ম্যানেজার বিমল জেমস কস্তা, জেলা কাজি সমিতির সভাপতি মো. হাবিবুল্লাহ প্রমুখ। সভা পরিচালনা করেন উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন।

জামালপুর : সভায় অতিথি ও অংশগ্রহণকারীদের একাংশ। ছবি : বাংলািচিঠডিটকম

সভায় বক্তারা কোরান, হাদিসের আলোকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে আলোচনা করেন। প্রতি শুক্রবার জুম্মার নামাজে খোৎবা পাঠের সময় মসজিদের ইমামগণ বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক আলোচনা করবেন বলে সভায় অঙ্গীকার ব্যক্ত করেন তারা। বাল্যবিয়ের প্রচারণার অংশ হিসেবে সভায় আগত ইমামদের একটি করে ব্যানার দেওয়া হয়। প্রতিটি ব্যানার স্ব স্ব মসজিদের সামনে টানিয়ে রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়।

সভায় জামালপুর সদর উপজেলার কেন্দুয়া, মেষ্টা ও তিতপল্লা ইউনিয়নের ২৪টি মসজিদের ইমাম ও মসজিদ কমিটির সভাপতি, কাজি সমিতির সদস্যসহ মোট ৭০ জন অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল : শামীম তালুকদার

জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধে ধর্মীয় নেতাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:২৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

শিশুদের সুরক্ষা ও স্বাভাবিক বিকাশের লক্ষ্যে সামাজিক ব্যাধি বাল্যবিয়ে প্রতিরোধে জামালপুরে ধর্মীয় নেতাদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা ২২ জুলাই, মঙ্গলবার সকালে জেলা মডেল মসজিদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রাম এপি এ আলোচনা সভার আয়োজন করে।

ইসলামিক ফাউণ্ডেশন জামালপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক মনজুরুল আলম। সভার শুরুতেই ঢাকায় উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের আরোগ্য লাভের জন্য দোয়া করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন্নাহার, জামালপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, জামালপুর এপির এরিয়া ম্যানেজার বিমল জেমস কস্তা, জেলা কাজি সমিতির সভাপতি মো. হাবিবুল্লাহ প্রমুখ। সভা পরিচালনা করেন উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন।

জামালপুর : সভায় অতিথি ও অংশগ্রহণকারীদের একাংশ। ছবি : বাংলািচিঠডিটকম

সভায় বক্তারা কোরান, হাদিসের আলোকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে আলোচনা করেন। প্রতি শুক্রবার জুম্মার নামাজে খোৎবা পাঠের সময় মসজিদের ইমামগণ বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক আলোচনা করবেন বলে সভায় অঙ্গীকার ব্যক্ত করেন তারা। বাল্যবিয়ের প্রচারণার অংশ হিসেবে সভায় আগত ইমামদের একটি করে ব্যানার দেওয়া হয়। প্রতিটি ব্যানার স্ব স্ব মসজিদের সামনে টানিয়ে রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়।

সভায় জামালপুর সদর উপজেলার কেন্দুয়া, মেষ্টা ও তিতপল্লা ইউনিয়নের ২৪টি মসজিদের ইমাম ও মসজিদ কমিটির সভাপতি, কাজি সমিতির সদস্যসহ মোট ৭০ জন অংশ নেন।