ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নব্যচর হাই স্কুল এন্ড কলেজ : ১২ শিক্ষকের ৪ শিক্ষার্থী, পাস করেছে একজন ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতারা তারেক রহমানের দূরদর্শিতায় স্বৈরশাসকের পতন হয়েছে : শামীম তালুকদার  মাদারগঞ্জে বিএনপি নেতাকে হেনস্তা, অপপ্রচারের অভিযোগ দেওয়ানগঞ্জে ক্ষতিগ্রস্তদের ঢেউ টিন, নগদ টাকা দিলেন জেলা প্রশাসক জামালপুরে ভেজা পাট মজুদকারীদের বিরুদ্ধে অভিযান আমরা চাই দেশে ইসলামের অধিকার : আল্লামা মামুনুল হক বকশীগঞ্জে শিক্ষক কর্মচারীদের বিক্ষোভ, স্মারকলিপি পেশ বকশীগঞ্জে বিজিবির অভিযান, ৯৩টি ইয়াবাসহ আটক ১ তওহীদভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠনে গণমাধ্যমকর্মীদের ভূমিকা
শিল্প মন্ত্রণালয়ের এনপিও’র প্রশিক্ষণ প্রকল্প

জামালপুরে উদ্যোক্তাদের উৎপাদনশীলতা বৃদ্ধির কৌশল বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত, সনদ বিতরণ

জামালপুর : প্রশিক্ষণ সনদ বিতরণ করেন প্রধান অতিথি নাসিব কেন্দ্রীয় সংস্কার কমিটির আহ্বায়ক মির্জা মাসুদুর রহমান ও অন্যান্য অতিথিবৃন্দ ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর জেলার ৯০ জন উদ্যোক্তাদের নিয়ে তাদের প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধির কৌশল বিষয়ক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ ২৯ মে, বৃহস্পতিবার শেষ হয়েছে। হস্তশিল্প পাটপণ্য, ব্লক বাটিক ও পার্লার- এই তিন বিষয়ে জামালপুর জেলার ৯০ জন নারী-পুরুষ উদ্যোক্তা এই প্রশিক্ষণে অংশ নেন। এ উপলক্ষ্যে সমাপণী অনুষ্ঠানের আলোচনা সভা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) জামালপুর জেলা শাখার সার্বিক সহযোগিতায় দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ কার্যালয়ের অডিটোরিয়ামে এ প্রশিক্ষণের আয়োজন করে শিল্পমন্ত্রণালয়ের ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের (এনপিও) জনবলের সক্ষমতা বৃদ্ধি এবং দেশব্যাপী উৎপাদনশীলতা বিষয়ক অবহিতকরণ শীর্ষক প্রকল্প (১ম সংশোধিত) কর্তৃপক্ষ।

জামালপুর : সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাসিব কেন্দ্রীয় সংস্কার কমিটির আহ্বায়ক মির্জা মাসুদুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

বিসিক শিল্প ও মালিক সমিতির সাধারণ সম্পাদক ও নাসিব জামালপুর জেলা শাখার সভাপতি মো. এনামুল হক খান মিলনের সভাপতিত্বে সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাসিব কেন্দ্রীয় সংস্কার কমিটির আহ্বায়ক ও ফেমাস কনস্ট্রাকশন ডেভেলপার লিমিটেডের পরিচালক মির্জা মাসুদুর রহমান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনপিও’র উর্ধ্বতন গবেষণা কর্মকর্তা মো. রাজু আহাম্মেদ, নাসিব জেলা শাখার সহ-সভাপতি মো. হাসান সরোয়ার মনজু, পরিচালক উদ্যোক্তা শামীমা বেগম রুবী ও চায়না বেগম, নারী উদ্যোক্তা প্রিয়াঙ্কা ইসলাম প্রমুখ।

জামালপুর : সমাপণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম। ছবি : বাংলারচিঠিডটকম

সমাপণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে নাসিব কেন্দ্রীয় সংস্কার কমিটির আহ্বায়ক মির্জা মাসুদুর রহমান বলেন, আপনারা যে প্রশিক্ষণ নিয়ে গেলেন, এই অভিজ্ঞতা যদি আপনারা আপনাদের ব্যবসায়ী জীবনে কাজে লাগান। অবশ্যই আপনারা ভাল কাজ করতে পারবেন। শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্রশিক্ষণের যে সনদ দেওয়া হল, সেই সনদ যার যার প্রতিষ্ঠানে টানিয়ে রাখবেন।

তিনি আরও বলেন, নাসিব সারা দেশেই কাজ করছে। শিল্প মন্ত্রণালয় সারাদেশে এই ধরনের প্রশিক্ষণ আয়োজন করে উদ্যোক্তাদের বের করে আনছে। সরকার অনেক টাকা ব্যয় করছেন এই খাতে। আপনারা যদি এই প্রশিক্ষণ থেকে কিছু নিয়ে যেতে পারেন, এনপিও’র এই পরিশ্রম সার্থক হবে।

মির্জা মাসুদুর রহমান আরও বলেন, এই যে আপনারা উদ্যেক্তারা পণ্যগুলো উৎপাদন করেন, এই পণ্যগুলো যাতে আপনারা সরাসরি বিক্রি করতে পারেন। যাতে বায়াররা সরাসরি আসে, আন্তর্জাতিক ও দেশীয় মেলাও আছে। যেহেতু নাসিব সরকারের সাথে কাজ করে। বিশেষ করে শিল্পমন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে বেশি কাজ করে। সারাদেশে নাসিব জেলা কমিটিকে সংগঠিত করছি।

তিনি বলেন, রাজনৈতিক নেতারাও আজকে বক্তব্য দিচ্ছেন যে, আমাদের দেশকে উন্নত করতে হলে এই যে, ক্ষুদ্র, কুটীর শিল্প ও মাঝারি শিল্পকে এগিয়ে নিয়ে আসতে হবে। তারাই একমাত্র পারে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে। জামালপুরের নারী-পুরুষ উদ্যোক্তাদের দক্ষ করে গড়ে তোলার জন্য নাসিব সামনের দিনগুলোতে আরও কয়েকটি কর্মসূচি হাতে নিতে যাচ্ছে। নাসিবের সাথে যুক্ত থেকে আপনারা এই সুযোগগুলো কাজে লাগিয়ে নিজেরা যাতে অর্থনৈতিক স্বাবলম্বী হয়ে উঠতে পারেন সেজন্য নাসিব সব সময় আপনাদের পাশে থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।

জামালপুর : সমাপণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন নাসিব জেলা শাখার সভাপতি মো. এনামুল হক খান মিলন। ছবি : বাংলারচিঠিডটকম

বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক ও মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম বলেন, অর্থনৈতিক উন্নতির সাথে সাথে যদি মানবিক মূল্যবোধ পাশাপাশি না থাকে, তাহলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। কেউ অনেক কোটিপতি, কিন্তু পাথরের মত তাদের মন মানসিকতা। তাদের পাশের লোকজন না খেয়ে থাকছে। অসুস্থ হয়ে চিৎকার করছে। তাদের দিকে তাকিয়ে দেখছে না। ঐ অর্থবিত্তের কোন মূল্য নেই। মানবিক মূল্যবোধের প্রকাশ আমাদের অর্থনৈতিক বিকাশকে ত্বরান্বিত করে। আমাদের উন্নয়নকে বেগবান করে। আন্তর্জাতিক পর্যায়ে একটা দেশ সমাদৃত হয়।

তিনি আরও বলেন, জামালপুর অনেক দরিদ্রতম জেলা হলেও এই জেলার দুই লক্ষাধিক মা, বোন, বন্ধুরা আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেদেরকে স্বাবলম্বী করার সংগ্রামে অবতীর্ণ হয়েছেন। বিশেষ করে আশির দশকের পর থেকে নকশী কাঁথার মাধ্যমে নারীর ক্ষমতায়ন, নারীর অর্থনৈতিক পুনর্বাসন ও নারী নির্যাতন প্রতিরোধ. এইগুলোর ক্ষেত্রে জামালপুরের নারীরা বেশ ভূমিকা পালন করছেন। আমাদের মানসিকতা, সম্ভাবনা ও সুযোগগুলো আছে। সেই সুযোগগুলোর সর্বোচ্চ সদ্ব্যবহার আমরা করতে চাই। এই সুযোগের সদ্ব্যবহারের অন্যতম হাতিয়ার হলো প্রশিক্ষণ। সবাইকে জেগে উঠতে হবে। ঘুমিয়ে থাকার দিন শেষ। তিনি এই ধরনের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে আরও বেশি বেশি প্রশিক্ষণের আয়োজন করার পরামর্শ দেন তিনি।

সমাপণী অনুষ্ঠানের আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি নাসিব কেন্দ্রীয় সংস্কার কমিটির আহ্ববায়ক মির্জা মাসুদুর রহমান ও অন্যান্য অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।

জনপ্রিয় সংবাদ

নব্যচর হাই স্কুল এন্ড কলেজ : ১২ শিক্ষকের ৪ শিক্ষার্থী, পাস করেছে একজন

শিল্প মন্ত্রণালয়ের এনপিও’র প্রশিক্ষণ প্রকল্প

জামালপুরে উদ্যোক্তাদের উৎপাদনশীলতা বৃদ্ধির কৌশল বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত, সনদ বিতরণ

আপডেট সময় ১১:২৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

জামালপুর জেলার ৯০ জন উদ্যোক্তাদের নিয়ে তাদের প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধির কৌশল বিষয়ক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ ২৯ মে, বৃহস্পতিবার শেষ হয়েছে। হস্তশিল্প পাটপণ্য, ব্লক বাটিক ও পার্লার- এই তিন বিষয়ে জামালপুর জেলার ৯০ জন নারী-পুরুষ উদ্যোক্তা এই প্রশিক্ষণে অংশ নেন। এ উপলক্ষ্যে সমাপণী অনুষ্ঠানের আলোচনা সভা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) জামালপুর জেলা শাখার সার্বিক সহযোগিতায় দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ কার্যালয়ের অডিটোরিয়ামে এ প্রশিক্ষণের আয়োজন করে শিল্পমন্ত্রণালয়ের ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের (এনপিও) জনবলের সক্ষমতা বৃদ্ধি এবং দেশব্যাপী উৎপাদনশীলতা বিষয়ক অবহিতকরণ শীর্ষক প্রকল্প (১ম সংশোধিত) কর্তৃপক্ষ।

জামালপুর : সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাসিব কেন্দ্রীয় সংস্কার কমিটির আহ্বায়ক মির্জা মাসুদুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

বিসিক শিল্প ও মালিক সমিতির সাধারণ সম্পাদক ও নাসিব জামালপুর জেলা শাখার সভাপতি মো. এনামুল হক খান মিলনের সভাপতিত্বে সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাসিব কেন্দ্রীয় সংস্কার কমিটির আহ্বায়ক ও ফেমাস কনস্ট্রাকশন ডেভেলপার লিমিটেডের পরিচালক মির্জা মাসুদুর রহমান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনপিও’র উর্ধ্বতন গবেষণা কর্মকর্তা মো. রাজু আহাম্মেদ, নাসিব জেলা শাখার সহ-সভাপতি মো. হাসান সরোয়ার মনজু, পরিচালক উদ্যোক্তা শামীমা বেগম রুবী ও চায়না বেগম, নারী উদ্যোক্তা প্রিয়াঙ্কা ইসলাম প্রমুখ।

জামালপুর : সমাপণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম। ছবি : বাংলারচিঠিডটকম

সমাপণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে নাসিব কেন্দ্রীয় সংস্কার কমিটির আহ্বায়ক মির্জা মাসুদুর রহমান বলেন, আপনারা যে প্রশিক্ষণ নিয়ে গেলেন, এই অভিজ্ঞতা যদি আপনারা আপনাদের ব্যবসায়ী জীবনে কাজে লাগান। অবশ্যই আপনারা ভাল কাজ করতে পারবেন। শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্রশিক্ষণের যে সনদ দেওয়া হল, সেই সনদ যার যার প্রতিষ্ঠানে টানিয়ে রাখবেন।

তিনি আরও বলেন, নাসিব সারা দেশেই কাজ করছে। শিল্প মন্ত্রণালয় সারাদেশে এই ধরনের প্রশিক্ষণ আয়োজন করে উদ্যোক্তাদের বের করে আনছে। সরকার অনেক টাকা ব্যয় করছেন এই খাতে। আপনারা যদি এই প্রশিক্ষণ থেকে কিছু নিয়ে যেতে পারেন, এনপিও’র এই পরিশ্রম সার্থক হবে।

মির্জা মাসুদুর রহমান আরও বলেন, এই যে আপনারা উদ্যেক্তারা পণ্যগুলো উৎপাদন করেন, এই পণ্যগুলো যাতে আপনারা সরাসরি বিক্রি করতে পারেন। যাতে বায়াররা সরাসরি আসে, আন্তর্জাতিক ও দেশীয় মেলাও আছে। যেহেতু নাসিব সরকারের সাথে কাজ করে। বিশেষ করে শিল্পমন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে বেশি কাজ করে। সারাদেশে নাসিব জেলা কমিটিকে সংগঠিত করছি।

তিনি বলেন, রাজনৈতিক নেতারাও আজকে বক্তব্য দিচ্ছেন যে, আমাদের দেশকে উন্নত করতে হলে এই যে, ক্ষুদ্র, কুটীর শিল্প ও মাঝারি শিল্পকে এগিয়ে নিয়ে আসতে হবে। তারাই একমাত্র পারে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে। জামালপুরের নারী-পুরুষ উদ্যোক্তাদের দক্ষ করে গড়ে তোলার জন্য নাসিব সামনের দিনগুলোতে আরও কয়েকটি কর্মসূচি হাতে নিতে যাচ্ছে। নাসিবের সাথে যুক্ত থেকে আপনারা এই সুযোগগুলো কাজে লাগিয়ে নিজেরা যাতে অর্থনৈতিক স্বাবলম্বী হয়ে উঠতে পারেন সেজন্য নাসিব সব সময় আপনাদের পাশে থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।

জামালপুর : সমাপণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন নাসিব জেলা শাখার সভাপতি মো. এনামুল হক খান মিলন। ছবি : বাংলারচিঠিডটকম

বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক ও মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম বলেন, অর্থনৈতিক উন্নতির সাথে সাথে যদি মানবিক মূল্যবোধ পাশাপাশি না থাকে, তাহলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। কেউ অনেক কোটিপতি, কিন্তু পাথরের মত তাদের মন মানসিকতা। তাদের পাশের লোকজন না খেয়ে থাকছে। অসুস্থ হয়ে চিৎকার করছে। তাদের দিকে তাকিয়ে দেখছে না। ঐ অর্থবিত্তের কোন মূল্য নেই। মানবিক মূল্যবোধের প্রকাশ আমাদের অর্থনৈতিক বিকাশকে ত্বরান্বিত করে। আমাদের উন্নয়নকে বেগবান করে। আন্তর্জাতিক পর্যায়ে একটা দেশ সমাদৃত হয়।

তিনি আরও বলেন, জামালপুর অনেক দরিদ্রতম জেলা হলেও এই জেলার দুই লক্ষাধিক মা, বোন, বন্ধুরা আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেদেরকে স্বাবলম্বী করার সংগ্রামে অবতীর্ণ হয়েছেন। বিশেষ করে আশির দশকের পর থেকে নকশী কাঁথার মাধ্যমে নারীর ক্ষমতায়ন, নারীর অর্থনৈতিক পুনর্বাসন ও নারী নির্যাতন প্রতিরোধ. এইগুলোর ক্ষেত্রে জামালপুরের নারীরা বেশ ভূমিকা পালন করছেন। আমাদের মানসিকতা, সম্ভাবনা ও সুযোগগুলো আছে। সেই সুযোগগুলোর সর্বোচ্চ সদ্ব্যবহার আমরা করতে চাই। এই সুযোগের সদ্ব্যবহারের অন্যতম হাতিয়ার হলো প্রশিক্ষণ। সবাইকে জেগে উঠতে হবে। ঘুমিয়ে থাকার দিন শেষ। তিনি এই ধরনের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে আরও বেশি বেশি প্রশিক্ষণের আয়োজন করার পরামর্শ দেন তিনি।

সমাপণী অনুষ্ঠানের আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি নাসিব কেন্দ্রীয় সংস্কার কমিটির আহ্ববায়ক মির্জা মাসুদুর রহমান ও অন্যান্য অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।