ঢাকা ০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুজন জামালপুর জেলা শাখার নতুন কমিটির সভাপতি অজয়, সাজ্জাদ সম্পাদক মাদারগঞ্জে কল প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ইসলামপুরে বেড়েছে চোরের উৎপাত মাচায় লাউ চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন মাদারগঞ্জের কৃষক এমদাদ জন্ম মৃত্যু নিবন্ধন কাজে সাফল্যের পঞ্চম স্থানে জামালপুর জেলা রোগীদের পাশে মাদারগঞ্জ উপজেলা বিএনপিনেতা খালিদ হাসান তারেক রহমানের নেতৃত্বে সমতা ও ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালিত হবে : শামীম তালুকদার সাংবাদিক নাদিমের কবর জিয়ারত করলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের নেতৃবৃন্দ গাজীপুরে শিশু ধর্ষণের প্রতিবাদে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ গোপনে সুপার ও আয়া নিয়োগের পায়তারা, ভারপ্রাপ্ত সুপার জানেন না তিনি দ্বায়িত্বে

রমজান মাসে দিনে হোটেল বন্ধ রাখার দাবি জানাল ইসলামী আন্দোলন বাংলাদেশ

জামালপুর : রমজানের পবিত্রতা রক্ষায় শহরের প্রধান সড়কে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বাগত মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

মুসলমানদের সিয়াম সাধনার পবিত্র মাস রমজান। এই রমজান মাসের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল রেস্তোরাঁ ও অশ্লীলতা-বেহায়াপনা বন্ধ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের দাবিতে স্বাগত মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে জামালপুর শহরের দয়াময়ী মোড়ে রমজান মাস উপলক্ষে স্বাগত মিছিল পূর্বক সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মুফতী মোস্তফা কামালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার উপদেষ্টা ডা. সৈয়দ ইউনুস আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজী, জ্যেষ্ঠ সহ-সভাপতি মাওলানা কাজী মাজহারুল ইসলাম, সহ-সভাপতি মুফতী সালে আহাম্মেদ, সাবেক সহকারী সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা শাখার সভাপতি হাফেজ লিয়াকত হোসাইন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী শফিকুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরাম জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সভাপতি মুফতী হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসাইন প্রমুখ। সঞ্চালনা করেন ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী হামিদুল ইসলাম।

সমাবেশ শেষে রমজানের স্বাগত মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে রমজানের পবিত্রতা রক্ষার্থে পাঁচটি দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন তারা।

জামালপুর : রমজানের পবিত্রতা রক্ষায় স্বাগত মিছিল শেষে শহরের বকুলতলা মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ। ছবি : বাংলারচিঠিডটকম

স্মারকলিপিতে বলা হয়েছে, মহান আল্লাহ তাআলা রমজান মাসে রোগী ও মুসাফির ব্যতীত প্রাপ্তবয়স্ক সকল ঈমানদারের জন্য দিনের বেলা পানাহার নিষিদ্ধ করেছেন। এজন্য সকলকে প্রকাশ্যে পানাহার থেকে বিরত রাখতে দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে। সকল প্রকার অশ্লীলতা ও বেহায়াপনা স্থায়ীভাবে বন্ধ করতে হবে। বিশেষ করে সিনেমা হল, টেলিভিশন ও স্যাটেলাইটের মাধ্যমে প্রদর্শিত সকল প্রকার ইসলামবিরোধী ও অশ্লীল অনুষ্ঠান বন্ধের চেষ্টা করা সকল মুসলমানের ঈমানী দ্বায়িত্ব।

এ ছাড়া আরও বলা হয়েছে, রমজানে নিত্যপ্রয়োনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধির কারণে রোজাদাররা এবং সাধারণ মানুষ মারাত্মক অসুবিধার সম্মুখীন হন। এজন্য ব্যবসায়ীসহ সকল মহলের কর্তব্য অবৈধ মজুতদারি ও কালোবাজারি প্রতিরোধ, ভেজাল খাদ্যদ্রব্য বিক্রয় বন্ধ এবং দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে রাখার চেষ্টা করতে হবে। সমাজ থেকে বৈষম্য, মারামারি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক, খুন, ধর্ষণ ও দুর্নীতিসহ সমাজ, রাষ্ট্র ও মানবতাবিরোধী কার্যকলাপ বন্ধে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে হবে। দেশের স্থায়ী শান্তি ও মানুষের সার্বিক মুক্তির লক্ষ্যে কুরআন নাযিলের এই মাসে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য জানমাল, সময়, শ্রম দিয়ে সর্বাত্মক চেষ্টা করতে হবে।

স্বাগত মিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখাসহ অন্যান্য অঙ্গদলের নেতা-কর্মীরা অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

সুজন জামালপুর জেলা শাখার নতুন কমিটির সভাপতি অজয়, সাজ্জাদ সম্পাদক

রমজান মাসে দিনে হোটেল বন্ধ রাখার দাবি জানাল ইসলামী আন্দোলন বাংলাদেশ

আপডেট সময় ০৮:২৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

মুসলমানদের সিয়াম সাধনার পবিত্র মাস রমজান। এই রমজান মাসের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল রেস্তোরাঁ ও অশ্লীলতা-বেহায়াপনা বন্ধ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের দাবিতে স্বাগত মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে জামালপুর শহরের দয়াময়ী মোড়ে রমজান মাস উপলক্ষে স্বাগত মিছিল পূর্বক সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মুফতী মোস্তফা কামালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার উপদেষ্টা ডা. সৈয়দ ইউনুস আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজী, জ্যেষ্ঠ সহ-সভাপতি মাওলানা কাজী মাজহারুল ইসলাম, সহ-সভাপতি মুফতী সালে আহাম্মেদ, সাবেক সহকারী সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা শাখার সভাপতি হাফেজ লিয়াকত হোসাইন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী শফিকুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরাম জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সভাপতি মুফতী হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসাইন প্রমুখ। সঞ্চালনা করেন ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী হামিদুল ইসলাম।

সমাবেশ শেষে রমজানের স্বাগত মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে রমজানের পবিত্রতা রক্ষার্থে পাঁচটি দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন তারা।

জামালপুর : রমজানের পবিত্রতা রক্ষায় স্বাগত মিছিল শেষে শহরের বকুলতলা মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ। ছবি : বাংলারচিঠিডটকম

স্মারকলিপিতে বলা হয়েছে, মহান আল্লাহ তাআলা রমজান মাসে রোগী ও মুসাফির ব্যতীত প্রাপ্তবয়স্ক সকল ঈমানদারের জন্য দিনের বেলা পানাহার নিষিদ্ধ করেছেন। এজন্য সকলকে প্রকাশ্যে পানাহার থেকে বিরত রাখতে দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে। সকল প্রকার অশ্লীলতা ও বেহায়াপনা স্থায়ীভাবে বন্ধ করতে হবে। বিশেষ করে সিনেমা হল, টেলিভিশন ও স্যাটেলাইটের মাধ্যমে প্রদর্শিত সকল প্রকার ইসলামবিরোধী ও অশ্লীল অনুষ্ঠান বন্ধের চেষ্টা করা সকল মুসলমানের ঈমানী দ্বায়িত্ব।

এ ছাড়া আরও বলা হয়েছে, রমজানে নিত্যপ্রয়োনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধির কারণে রোজাদাররা এবং সাধারণ মানুষ মারাত্মক অসুবিধার সম্মুখীন হন। এজন্য ব্যবসায়ীসহ সকল মহলের কর্তব্য অবৈধ মজুতদারি ও কালোবাজারি প্রতিরোধ, ভেজাল খাদ্যদ্রব্য বিক্রয় বন্ধ এবং দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে রাখার চেষ্টা করতে হবে। সমাজ থেকে বৈষম্য, মারামারি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক, খুন, ধর্ষণ ও দুর্নীতিসহ সমাজ, রাষ্ট্র ও মানবতাবিরোধী কার্যকলাপ বন্ধে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে হবে। দেশের স্থায়ী শান্তি ও মানুষের সার্বিক মুক্তির লক্ষ্যে কুরআন নাযিলের এই মাসে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য জানমাল, সময়, শ্রম দিয়ে সর্বাত্মক চেষ্টা করতে হবে।

স্বাগত মিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখাসহ অন্যান্য অঙ্গদলের নেতা-কর্মীরা অংশ নেন।