বিসিবির গেম ডেভলপমেন্ট বিভাগের ব্যবস্থাপনায় জামালপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের ঢাকা নর্থ জোনের জামালপুর ভেন্যুর ফাইনাল ম্যাচে নেত্রকোনা জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিপক্ষ ছিল টাঙ্গাইল জেলা দল। জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে ২৫ ফেব্রুয়ারি এই ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচে টস জিতে টাঙ্গাইল জেলা দলকে ফিল্ডিংয়ে পাঠায় নেত্রকোনা জেলা দল। ৫০ ওভারের খেলায় নেত্রকোনা জেলা দল ৪৭.১ ওভারে সংগ্রহ করে ১২৯ রান। তাদের ব্যাটার আশিক সর্বোচ্চ ৩০ রান করেন। টাঙ্গাইলের বোলার তৌহিদ একাই ৬টি উইকেট নিয়েছেন এবং তাদের বোলাররা অতিরিক্ত ১০ রান দিয়েছেন। (তুষার ১৯, ত্রিদিব ১১, আদনান ২১, মোসাদ্দেক ১৫, আশিক* ৩০, তৌহিদুর রহমান ৬/১৭, সাকিব ২/২৫, রামিন ১/১০, নিরব ১/১৯)
দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৩০ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে টাঙ্গাইল জেলা দল। নেত্রকোনা জেলা দলের বোলিং দাপটে ৩৩.৩ ওভারের মাথায় সব উইকেট হারিয়ে মাত্র ৯০ রান করে মাঠ ছাড়তে হয় টাঙ্গাইল জেলা দলকে। ৩৯ রানের ব্যবধানে ম্যাচ জিতে জামালপুর ভেন্যুতে চ্যাম্পিয়ন হয় নেত্রকোনা জেলা দল। টাঙ্গাইলের ব্যাটার রাকিবুল সর্বোচ্চ ২৯ রান করেন। নেত্রকোনার বোলার আদনান একাই ৬টি উইকেট নিয়েছেন এবং তাদের বোলাররা অতিরিক্ত ১৫ রান দিয়েছেন। (রাকিবুল ২৯, সাকিব ২০, আদনান ৬/১৩, তাবিন ১/৫, মোসাদ্দেক ১/৫, আশিক ১/২৪)।

ফাইনালে ম্যাচসেরা হয়েছেন বিজয়ী নেত্রকোনা জেলা দলের বোলার আদনান সামি। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন ফুয়াদ হাসান ও সাব্বির হোসেন শ্যামল।
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান এবং ঢাকা নর্থ জোনের বিসিবির প্রধান কোচ জাকির হাসান চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কারের ট্রফি বিতরণ করেন। এ সময় জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন আক্তার মনি, জামালপুর জেলা আম্পায়ার ও স্কোরার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মাহবুবুর রহমান রবিন, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য তৌহিদুর রহমান রামিম ও জামালপুর জেলা ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আরিফুল হক সোহাগ উপস্থিত ছিলেন।