শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলা সদরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারি রবিবার বিকালে লিফলেট বিতরণ করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ কে এম আমিনুল হক। ঝিনাইগাতী বাজারের বিভিন্ন পেশার মানুষ, ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী ও সাধারণ নাগরিকদের মধ্যে এসব লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণের পূর্বে ঝিনাইগাতী বাজারে সোনালী ব্যাংক এলাকায় এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ কে এম আমিনুল হক। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাসিক অক্ষর এর প্রধান সম্পাদক মো. সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী, ঝিনাইগাতী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছামিউল হক সাদা, ঝিনাইগাতী উপজেলা জিয়া পরিষদের সভাপতি ও রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মনজুরুল হক, বিএনপিনেতা মো. ওয়ালী উল্লাহ খান, মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আসলাম হোসাইন প্রমুখ। ঝিনাইগাতী সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।
প্রধান অতিথি এ কে এম আমিনুল হক তার বক্তব্যে বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের কারণে এ দেশের মানুষের জীবনের নিরাপত্তা ছিল না। বাকস্বাধীনতা ছিল না। সমস্ত কিছু হারিয়ে মানুষ সর্বস্বান্ত হয়ে পড়েছিল। ৫ আগস্টের পর মানুষ আশার আলো দেখছে। বাকস্বাধীনতা ফিরে পেয়েছে। বাকস্বাধীনতা ফিরে পাবার পর মানুষ এখন গণতন্ত্রের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হোক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্রকে সুসংহত করার জন্য, সুষ্ঠুভাবে প্রতিষ্ঠিত করার জন্য এবং দেশকে একটি সুশৃঙ্খল রাষ্ট্রে বিশ্বের দরবারে সুপ্রতিষ্ঠিত করবার জন্য উনি (তারেক রহমান) এই ৩১ দফা প্রণয়ন করেন।
তিনি বলেন, ৩১ দফা যদি আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে পারি তাহলে বাংলাদেশ বিশ্বের দরবারে একটি শ্রেষ্ঠ রাষ্ট্র হিসাবে পরিগণিত হবে বলে বিশ্বাস করি। তাই দেশকে এবং দেশের মানুষকে ভালবেসে দলমত নির্বিশেষে এবং বিএনপির নেতা-কর্মীদের যার যার অবস্থান থেকে ৩১ দফার প্রচারণা ও বাস্তবায়নের কাজে নিজেদের নিয়োজিত রাখতে সচেষ্ট হবার আহ্বান জানান তিনি।