জামালপুরে বায়োমেট্রিক পদ্ধতিতে নির্বাচন কমিশনের ভোটার তালিকা হালনাগাদ কর্যক্রম শুরু হয়েছে। ৫ ফেব্রুয়ারি বুধবার বেলা ১১টায় জামালপুর উচ্চ বিদ্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ রেজিস্ট্রেশন কেন্দ্রের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৌসুমি খানম।
৫ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিপুল সংখ্যক নতুন ভোটার জামালপুর উচ্চবিদ্যালয় মাঠে সমবেত হন। উৎসব পরিবেশে নতুন ভোটার হালনাগাদ করতে আসা সুমাইয়া আক্তার বলেন, অনেক খুশি নতুন ভোটার হতে পেরে। প্রথম ভোটার হচ্ছি ভাল লাগছে। সবার আগে চলে আসছি ভোটার হতে।
আশিকুর রহমান নামে আরেকজন বলেন, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ছবি তুলে ভোটার হলাম। অনেক ভাল লাগছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার ভোট প্রদান করতে পারবো এটা সত্যি অনেক আনন্দের বিষয়।

এ সময় জামালপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বলেন, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ সুষ্ঠুভাবে শেষ হয়েছে। আজ থেকে শুরু বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপ ও ছবি তোলার মাধ্যমে ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রম। জামালপুর সদর, মাদারগঞ্জ এবং সরিষাবাড়ী উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহ শেষ করে এদিন ভোটার তালিকা হালনাগাদ রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৌসুমী খানম বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচনকে উদ্দেশ্য করে ভোটার হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে। এখানে নতুন ভোটার সংযুক্ত করা হচ্ছে। আগামী দুই মাস পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।
বেলা ৩টায় সরেজমিনে গিয়ে দেখা যায় তিন শতাধিক ছেলে ও মেয়ে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। ভোটার হালনাগাদ কাজে নিয়োজিত অপারেটরদের ধীর গতিতে এন্ট্রি কাজে ক্ষোভ প্রকাশ করেন নতুন ছেলে-মেয়েরা। আবার অনেকেই ভোটার হতে পেরে খুব খুশিও হয়েছেন।