ঢাকা ০২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর আইডিয়াল স্কুল ও কলেজে নবীনবরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুর সরকারি কলেজে বৃক্ষরোপণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর উঠান বৈঠক ঝাউগড়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে রক্তের বন্ধন টিকিট কালোবাজারি জামাল গ্রেপ্তার, ৮টি টিকিট জব্দ শেরপুর দোকান মালিক ঐক্য পরিষদের কমিটি গঠিত মাদারগঞ্জে সেচ্ছাসেবকদল নেতার গোয়ালঘরের তালা ভেঙে আটটি গরু চুরি নিরাপদ সড়ক দিবস : জামালপুরে শোভাযাত্রা, পথসভা ও হেলমেট বিতরণ দেওয়ানগঞ্জে মাদরাসাছাত্র হত্যা : দুই আসামিকে আটকাদেশ ইসলামপুরে কাবিখা-কাবিটা প্রকল্পে দুর্নীতির অভিযোগ, কাগজে কলমেই প্রকল্প সীমাবদ্ধ

মাদারগঞ্জে আওয়ামী লীগের নৈরাজের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মাদারগঞ্জ : উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান খান সৌরভের নেতৃত্বে বিক্ষোভ মিছিল। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সারাদেশে আওয়ামী লীগের অপতৎপরতা, নৈরাজ্যের প্রতিবাদে ও শীর্ষ নেতাদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। ২৯ জানুয়ারি বুধবার দুপুরে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান খান সৌরভের নেতৃত্বে উপজেলার পুরাতন পৌরভবন চত্বর থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলার হাইওয়ে রোডে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সারাদেশে আওয়ামী লীগের অপতৎপরতা, নৈরাজ্যের প্রতিবাদ ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান খান সৌরভ। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। রাতের আঁধারে উপজেলার বিভিন্ন জায়গায় জয় বাংলা স্লোগানসহ বিভিন্ন স্লোগান লিখে রাখছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। আমরা দ্রুত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। পাশাপাশি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সব নেতাকর্মীকেও আইনের আওতায় আনতে হবে।

মাদারগঞ্জ : উপজেলা ও পৌর ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ। ছবি: বাংলারচিঠিডটকম

তিনি আরও বলেন, সারাদেশে আওয়ামী সন্ত্রাসীরা রাতের অন্ধকারে নানা ধরনের নাশকতা ও নৈরাজ্য সৃষ্টি করছে কিন্তু প্রশাসন অদৃশ্য কারণে নিশ্চুপ। বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। তারা বিভিন্ন নাশকতা করে যাচ্ছে। এই জন্য বিভিন্ন দলমত ও ছাত্র জনতা তাদের আত্মত্যাগ করেনি। অবিলম্বে আওয়ামী লীগের দোসর ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে। এর ব্যত্যয় হলে ছাত্রদল মাদারগঞ্জ উপজেলা ও থানা ঘেরাও-সহ কঠোর কর্মসূচি হাতে নিতে বাধ্য হবে।

এসময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব আতিকুর রহমান আতিক, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন প্রামাণিক, মো. ফারুক, মেহেদী হাসান কাউছার, জেলা ছাত্রদলের মানবাধিকার বিষয়ক সম্পাদক আতিকুল রহমান আকাশ, সদস্য আবদুর রউফ তালুকদারসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

জামালপুর আইডিয়াল স্কুল ও কলেজে নবীনবরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মাদারগঞ্জে আওয়ামী লীগের নৈরাজের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৮:৪৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সারাদেশে আওয়ামী লীগের অপতৎপরতা, নৈরাজ্যের প্রতিবাদে ও শীর্ষ নেতাদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। ২৯ জানুয়ারি বুধবার দুপুরে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান খান সৌরভের নেতৃত্বে উপজেলার পুরাতন পৌরভবন চত্বর থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলার হাইওয়ে রোডে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সারাদেশে আওয়ামী লীগের অপতৎপরতা, নৈরাজ্যের প্রতিবাদ ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান খান সৌরভ। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। রাতের আঁধারে উপজেলার বিভিন্ন জায়গায় জয় বাংলা স্লোগানসহ বিভিন্ন স্লোগান লিখে রাখছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। আমরা দ্রুত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। পাশাপাশি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সব নেতাকর্মীকেও আইনের আওতায় আনতে হবে।

মাদারগঞ্জ : উপজেলা ও পৌর ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ। ছবি: বাংলারচিঠিডটকম

তিনি আরও বলেন, সারাদেশে আওয়ামী সন্ত্রাসীরা রাতের অন্ধকারে নানা ধরনের নাশকতা ও নৈরাজ্য সৃষ্টি করছে কিন্তু প্রশাসন অদৃশ্য কারণে নিশ্চুপ। বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। তারা বিভিন্ন নাশকতা করে যাচ্ছে। এই জন্য বিভিন্ন দলমত ও ছাত্র জনতা তাদের আত্মত্যাগ করেনি। অবিলম্বে আওয়ামী লীগের দোসর ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে। এর ব্যত্যয় হলে ছাত্রদল মাদারগঞ্জ উপজেলা ও থানা ঘেরাও-সহ কঠোর কর্মসূচি হাতে নিতে বাধ্য হবে।

এসময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব আতিকুর রহমান আতিক, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন প্রামাণিক, মো. ফারুক, মেহেদী হাসান কাউছার, জেলা ছাত্রদলের মানবাধিকার বিষয়ক সম্পাদক আতিকুল রহমান আকাশ, সদস্য আবদুর রউফ তালুকদারসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।