শেরপুরের নকলা উপজেলায় নূরে মদিনা মডেল মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর শনিবার সকালে নূরে মদিনা মডেল মাদরাসার আয়োজনে নকলা শাহরিয়া ফাযিল মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত।
নূরে মদিনা মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা জুনাইদ আল হাবিব জামির সঞ্চালনায় নকলা শাহরিয়া ফাযিল মাদরাসা সহ-সভাপতি মো. জাহিদ হোসেন বাদশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নকলা শাহরিয়া ফাযিল মাদরাসা অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা আজিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ওসমান গণি আজাদী।
আলোচনা শেষে নূরে মদিনা মডেল মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফলে প্রতি ক্লাসে সেরা পঞ্চমের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আলহাজ্ব হযরত মাওলানা আজিজুল ইসলাম, মো. জাহিদ হোসেন বাদশা ও মিজানুর রহমানকে আজীবন সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে দেশ ও সকলের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
 
																			 
																		 
										 শফিউল আলম লাভলু : নিজস্ব প্রতিবেদক, নকলা (শেরপুর), বাংলারচিঠিডটকম
																শফিউল আলম লাভলু : নিজস্ব প্রতিবেদক, নকলা (শেরপুর), বাংলারচিঠিডটকম								 


















