শেরপুরের নকলা উপজেলায় যাকাত ফাউন্ডেশনের অর্থায়নে ক্রয় করা উপজেলার এতিমখানা, মাদরাসায় ১ হাজার ১০০ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল ও গুচ্ছগ্রামের ২০০ উপকারভোগীদের মাঝে শাল বিতরণ করা হয়েছে।
২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র প্রধান অতিথি হিসেবে এসব শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. জুয়েল মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীম, যাকাত ফাউন্ডেশনের নেতৃবৃন্ধ, মাদরাসা ও এতিমখানার শিক্ষকদ্বয়সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
 
																			 
																		 
										 শফিউল আলম লাভলু : নিজস্ব প্রতিবেদক, নকলা (শেরপুর), বাংলারচিঠিডটকম
																শফিউল আলম লাভলু : নিজস্ব প্রতিবেদক, নকলা (শেরপুর), বাংলারচিঠিডটকম								 


















