ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে শিশু ধর্ষণের প্রতিবাদে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ গোপনে সুপার ও আয়া নিয়োগের পায়তারা, ভারপ্রাপ্ত সুপার জানেন না তিনি দ্বায়িত্বে মাদারগঞ্জে বন্যা মোকাবেলায় আগাম ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নব্যচর হাই স্কুল এন্ড কলেজ : ১২ শিক্ষকের ৪ শিক্ষার্থী, পাস করেছে একজন ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতারা তারেক রহমানের দূরদর্শিতায় স্বৈরশাসকের পতন হয়েছে : শামীম তালুকদার  মাদারগঞ্জে বিএনপি নেতাকে হেনস্তা, অপপ্রচারের অভিযোগ দেওয়ানগঞ্জে ক্ষতিগ্রস্তদের ঢেউ টিন, নগদ টাকা দিলেন জেলা প্রশাসক জামালপুরে ভেজা পাট মজুদকারীদের বিরুদ্ধে অভিযান আমরা চাই দেশে ইসলামের অধিকার : আল্লামা মামুনুল হক

অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন করার জন্য জনগণ ক্ষমতায় বসায়নি : গণঅধিকার পরিষদ সভাপতি নূর

গণঅধিকার পরিষদের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির সভাপতি নুরুল হক নূর। ছবি : মোস্তফা মনজু

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন করার জন্য জনগণ ক্ষমতায় বসায়নি। রাষ্ট্র সংস্কারের জন্য। রাষ্ট্রের মৌলিক পরিবর্তন করার জন্য। একটি মানবিক কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জনগণ গণঅভ্যুত্থান ঘটিয়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসিয়েছে। কাজেই আগে রাষ্ট্র সংস্কার, পরে নির্বাচন।

১৬ অক্টোবর বুধবার সন্ধ্যায় জামালপুর জিলা স্কুল মাঠে জামালপুর জেলা শাখা গণঅধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নূর এসব কথা বলেন।

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য যে সময়ের প্রয়োজন হবে গণপ্রতিনিধিত্বকারী সেই সকল রাজনৈতিক দল সেই সময়টুকু আপনাদের দিবে। বিএনপি, জামাত এবং গণঅধিকার পরিষদসহ রাজনৈতিক দলগুলোর পরামর্শ ও মতামতের ভিত্তিতে যদি রাষ্ট্র পরিচালনা করেন। তাহলে জনগণ আপনাদের সাথে থাকবে। আপনারা যদি রাজনৈতিক দলগুলো থেকে দূরে সরে যান আপনাদের পরিণতিও কিন্তু মইন উদ্দিন, ফখরুদ্দিনদের মতো হতে পারে। কিন্তু আমরা চাই না তা হোক। কারণ আপনারা যদি ব্যর্থ হন তাহলে এই বাংলাদেশ আরেকটা নতুন সঙ্কটে পতিত হবে। কাজেই আমরা সবাই মিলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করতে চাই।

যমুনা সার কারখানা প্রসঙ্গে সাবেক ভিপি নূর বলেন, ষড়যন্ত্র করে যমুনা সার কারখানা বন্ধ করা হয়েছে বিদেশ থেকে সার আমদানি করার জন্য। আমদানি করা সার লুটপাট করে খাওয়ার জন্য। এই সার কারখানা অনতিবিলম্বে চালু করতে হবে।

গণঅধিকার পরিষদের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির সভাপতি নুরুল হক নূর। ছবি : মোস্তফা মনজু

সাধারণ নাগরিকদের অধিকার বাস্তবায়নে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়ে নুরুল হক নূর বলেন, জামালপুরসহ প্রতিটি জেলার মানুষ যেন তার নিজ জেলার সরকারি হাসপাতাল থেকে আধুনিক চিকিৎসা পায় সে জন্য হাসপাতালগুলোতে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। পরীক্ষা নিরীক্ষার জন্য আধুনিক যন্ত্রপাতি স্থাপন করতে হবে। গরিব সাধারণ পরিবারের সন্তানেরা যাতে উচ্চশিক্ষা পায়, ভালো মানের শিক্ষা পায়, সেজন্য জেলা, উপজেলার স্কুলগুলোতে ভালোমানের শিক্ষক নিয়োগ দিতে হবে। উন্নয়ন শুধু শহরমুখী করলে হবে না। গ্রামের মানুষের কল্যাণে উন্নয়নের নতুন নীতিমালা তৈরি করতে হবে। এটিই হবে আগামীর নতুন বাংলাদেশের জনতার অধিকার।

জামালপুর জেলা শাখা গণঅধিকার পরিষদের সভাপতি ইকবাল হোসেনের সভপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খান এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্মসাধারণ সম্পাদক হাসান আল মামুন।

জামালপুর জেলা শাখা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক জাকির হোসেনে সঞ্চালনায় কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা এবং জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ গণসমাবেশে বক্তব্য রাখেন। জামালপুর ছাড়াও শেরপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলা থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী এই গণসমাবেশে অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে শিশু ধর্ষণের প্রতিবাদে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন করার জন্য জনগণ ক্ষমতায় বসায়নি : গণঅধিকার পরিষদ সভাপতি নূর

আপডেট সময় ০৭:৩২:১৩ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন করার জন্য জনগণ ক্ষমতায় বসায়নি। রাষ্ট্র সংস্কারের জন্য। রাষ্ট্রের মৌলিক পরিবর্তন করার জন্য। একটি মানবিক কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জনগণ গণঅভ্যুত্থান ঘটিয়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসিয়েছে। কাজেই আগে রাষ্ট্র সংস্কার, পরে নির্বাচন।

১৬ অক্টোবর বুধবার সন্ধ্যায় জামালপুর জিলা স্কুল মাঠে জামালপুর জেলা শাখা গণঅধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নূর এসব কথা বলেন।

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য যে সময়ের প্রয়োজন হবে গণপ্রতিনিধিত্বকারী সেই সকল রাজনৈতিক দল সেই সময়টুকু আপনাদের দিবে। বিএনপি, জামাত এবং গণঅধিকার পরিষদসহ রাজনৈতিক দলগুলোর পরামর্শ ও মতামতের ভিত্তিতে যদি রাষ্ট্র পরিচালনা করেন। তাহলে জনগণ আপনাদের সাথে থাকবে। আপনারা যদি রাজনৈতিক দলগুলো থেকে দূরে সরে যান আপনাদের পরিণতিও কিন্তু মইন উদ্দিন, ফখরুদ্দিনদের মতো হতে পারে। কিন্তু আমরা চাই না তা হোক। কারণ আপনারা যদি ব্যর্থ হন তাহলে এই বাংলাদেশ আরেকটা নতুন সঙ্কটে পতিত হবে। কাজেই আমরা সবাই মিলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করতে চাই।

যমুনা সার কারখানা প্রসঙ্গে সাবেক ভিপি নূর বলেন, ষড়যন্ত্র করে যমুনা সার কারখানা বন্ধ করা হয়েছে বিদেশ থেকে সার আমদানি করার জন্য। আমদানি করা সার লুটপাট করে খাওয়ার জন্য। এই সার কারখানা অনতিবিলম্বে চালু করতে হবে।

গণঅধিকার পরিষদের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির সভাপতি নুরুল হক নূর। ছবি : মোস্তফা মনজু

সাধারণ নাগরিকদের অধিকার বাস্তবায়নে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়ে নুরুল হক নূর বলেন, জামালপুরসহ প্রতিটি জেলার মানুষ যেন তার নিজ জেলার সরকারি হাসপাতাল থেকে আধুনিক চিকিৎসা পায় সে জন্য হাসপাতালগুলোতে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। পরীক্ষা নিরীক্ষার জন্য আধুনিক যন্ত্রপাতি স্থাপন করতে হবে। গরিব সাধারণ পরিবারের সন্তানেরা যাতে উচ্চশিক্ষা পায়, ভালো মানের শিক্ষা পায়, সেজন্য জেলা, উপজেলার স্কুলগুলোতে ভালোমানের শিক্ষক নিয়োগ দিতে হবে। উন্নয়ন শুধু শহরমুখী করলে হবে না। গ্রামের মানুষের কল্যাণে উন্নয়নের নতুন নীতিমালা তৈরি করতে হবে। এটিই হবে আগামীর নতুন বাংলাদেশের জনতার অধিকার।

জামালপুর জেলা শাখা গণঅধিকার পরিষদের সভাপতি ইকবাল হোসেনের সভপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খান এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্মসাধারণ সম্পাদক হাসান আল মামুন।

জামালপুর জেলা শাখা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক জাকির হোসেনে সঞ্চালনায় কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা এবং জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ গণসমাবেশে বক্তব্য রাখেন। জামালপুর ছাড়াও শেরপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলা থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী এই গণসমাবেশে অংশ নেন।