ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ট্রাক শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটির শপথ গ্রহণ  বাংলাদেশ দলিল লেখক সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি আরজু, হানিফ সম্পাদক নির্বাচিত পিআর পদ্ধতি শীর্ষক বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময় জামালপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ দেওয়ানগঞ্জে ৪৯৩ জন জেলে পরিবার পেল সহায়তার চাল মাদারগঞ্জে চাঁদা না পেয়ে ছাত্রদলের সাবেক নেতাসহ তিনজনকে ছুরিকাঘাত আওয়ামী লীগ জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল : শামীম তালুকদার শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবিতে জামালপুরে মানববন্ধন শেরপুরে পাখি শিকারির কারাদন্ড বকশীগঞ্জে বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে ইউএনও, দিলেন দিকনির্দেশনা

প্রতিপক্ষের হামলায় লক্ষ্মীরচর ইউপি সদস্য আওয়ামী লীগনেতা আছান আলী নিহত

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নে প্রতিপক্ষের হামলা ও ছুরিকাঘাতে আওয়ামী লীগনেতা ও ইউপি সদস্য আছান আলী নিহত হয়েছেন। পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ৪-৫ জন আহত হয়েছেন। ৩১ আগস্ট শনিবার দুপুরে ও রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৩১ আগস্ট সকালে লক্ষ্মীরচরের ইউপি সদস্য ও আওয়ামী লীগনেতা আছান আলী টিসিবির পণ্যসামগ্রী বিতরণ কার্যক্রম তদারকি করতে মোটরসাইকেলে নিজবাড়ী লক্ষ্মীরচর থেকে বারুয়ামারী বাজারে যান। দুপুরে বারুয়ামারী থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে রায়েরচর মোল্লাপাড়া এলাকায় দেশীয় অস্ত্রধারী ২৫ থেকে ৩০ জনের একটি দল আছান আলীর মোটরসাইকেলের গতিরোধ করে তার ওপর অতর্কিত হামলা চালায়। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে পালিয়ে যায় হামলাকারীরা। খবর পেয়ে আছান আলীর লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ময়মনসিংহ থেকে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। শনিবার রাত ৮টার দিকে আছান আলী ঢাকার একটি হাসপাতালে মারা যান।

এদিকে তার মৃত্যুর খবর এলাকায় এলে স্বজন ও এলাকাবাসীর মাঝে চরম উত্তেজনা দেখা দেয়। বিক্ষুব্ধ গ্রামবাসী রামদা ও লাঠিসোটা নিয়ে নৌকায় ব্রহ্মপুত্র পাড়ি দিয়ে লক্ষ্মীরচর থেকে নান্দিনা বাজারে যায়। সেখানে তারা প্রতিপক্ষ আব্দুস সামাদের ছেলে আলী হোসেনকে ছুরিকাঘাত ও মারধর করে। এছাড়াও নাজিম, সম্রাট, সুমনের দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে। এরপর হামলাকারীরা নান্দিনা পশ্চিম বাজারে লক্ষ্মীরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন কবীরের পাকা বসতবাড়িতে হামলা ও ভাংচুর করে। এ সময় নান্দিনা বাজারের সব দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে রাতেই বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ও জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত ইউপি সদস্য আছান আলীর ভাই আকবর আলী জানান, তার ভাই আছান আলীর মরদেহ ঢাকায় ময়নাতদন্তের পর ১ সেপ্টেম্বর রবিবার গ্রামের বাড়িতে আনা হবে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার ভাইকে হত্যার ঘটনার সাথে জড়িতরা সবাই বিএনপির রাজনীতির সাথে যুক্ত বলে অভিযোগ করেন তিনি। সেনাবাহিনী ও পুলিশের কাছে এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জন্য দাবিও জানান আকবর আলী।

এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবীর এ প্রতিবেদককে বলেন, লক্ষ্মীরচরে প্রতিপক্ষের হামলায় নিহত আছান আলীর লাশ জামালপুরে আনার পর তার স্বজনরা থানায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ট্রাক শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটির শপথ গ্রহণ 

প্রতিপক্ষের হামলায় লক্ষ্মীরচর ইউপি সদস্য আওয়ামী লীগনেতা আছান আলী নিহত

আপডেট সময় ০৫:৪৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নে প্রতিপক্ষের হামলা ও ছুরিকাঘাতে আওয়ামী লীগনেতা ও ইউপি সদস্য আছান আলী নিহত হয়েছেন। পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ৪-৫ জন আহত হয়েছেন। ৩১ আগস্ট শনিবার দুপুরে ও রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৩১ আগস্ট সকালে লক্ষ্মীরচরের ইউপি সদস্য ও আওয়ামী লীগনেতা আছান আলী টিসিবির পণ্যসামগ্রী বিতরণ কার্যক্রম তদারকি করতে মোটরসাইকেলে নিজবাড়ী লক্ষ্মীরচর থেকে বারুয়ামারী বাজারে যান। দুপুরে বারুয়ামারী থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে রায়েরচর মোল্লাপাড়া এলাকায় দেশীয় অস্ত্রধারী ২৫ থেকে ৩০ জনের একটি দল আছান আলীর মোটরসাইকেলের গতিরোধ করে তার ওপর অতর্কিত হামলা চালায়। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে পালিয়ে যায় হামলাকারীরা। খবর পেয়ে আছান আলীর লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ময়মনসিংহ থেকে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। শনিবার রাত ৮টার দিকে আছান আলী ঢাকার একটি হাসপাতালে মারা যান।

এদিকে তার মৃত্যুর খবর এলাকায় এলে স্বজন ও এলাকাবাসীর মাঝে চরম উত্তেজনা দেখা দেয়। বিক্ষুব্ধ গ্রামবাসী রামদা ও লাঠিসোটা নিয়ে নৌকায় ব্রহ্মপুত্র পাড়ি দিয়ে লক্ষ্মীরচর থেকে নান্দিনা বাজারে যায়। সেখানে তারা প্রতিপক্ষ আব্দুস সামাদের ছেলে আলী হোসেনকে ছুরিকাঘাত ও মারধর করে। এছাড়াও নাজিম, সম্রাট, সুমনের দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে। এরপর হামলাকারীরা নান্দিনা পশ্চিম বাজারে লক্ষ্মীরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন কবীরের পাকা বসতবাড়িতে হামলা ও ভাংচুর করে। এ সময় নান্দিনা বাজারের সব দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে রাতেই বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ও জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত ইউপি সদস্য আছান আলীর ভাই আকবর আলী জানান, তার ভাই আছান আলীর মরদেহ ঢাকায় ময়নাতদন্তের পর ১ সেপ্টেম্বর রবিবার গ্রামের বাড়িতে আনা হবে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার ভাইকে হত্যার ঘটনার সাথে জড়িতরা সবাই বিএনপির রাজনীতির সাথে যুক্ত বলে অভিযোগ করেন তিনি। সেনাবাহিনী ও পুলিশের কাছে এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জন্য দাবিও জানান আকবর আলী।

এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবীর এ প্রতিবেদককে বলেন, লক্ষ্মীরচরে প্রতিপক্ষের হামলায় নিহত আছান আলীর লাশ জামালপুরে আনার পর তার স্বজনরা থানায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।