
জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম
প্রয়াত চিত্র পরিচালক আমজাদ হোসেনের মরদেহ জামালপুরে আনা হয়েছে। ঢাকা থেকে লাশবহনকারী বরফায়িত গাড়িতে করে ২২ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় জামালপুর শহরের ইকবালপুরে নিজ বাসভবনে তাঁর মরদেহ পৌঁছায়। ২৩ ডিসেম্বর সকালে তাকে জামালপুর পৌর কবরস্থানে সমাহিত করা হবে বলে তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন। গত ১৪ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুরে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রয়াত এই চিত্র পরিচালক।
২২ ডিসেম্বর রাতে ইকবালপুরে প্রয়াত আমজাদ হোসেনের বাসায় গিয়ে দেখা গেছে, তাকে একনজর দেখতে তাঁর আত্মীয়স্বজন, শোভাকাঙ্ক্ষী, ভক্তবৃন্দ ও সাধারণ মানুষ ভিড় করেন। সর্বসাধারণের দেখার জন্য তাঁর মরদেহের কফিন লাশবাহী গাড়ি থেকে কিছুক্ষণের নামানো হয়। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম তাকে দেখতে ওই বাসায় আসেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এ ছাড়াও শহরের বিভিন্ন রাজনৈতিক, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি ও পেশার বিপুল সংখ্যক মানুষ তাকে একনজর দেখতে ছুটে আসেন। পরে তার মরদেহ পুনরায় লাশবাহী ওই গাড়িতে তুলে রাখা হয়। ২৩ ডিসেম্বর সকালে সর্বসাধারণের দেখা ও জানাজার জন্য তাঁর মরদেহ জামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে যাওয়া হবে।
প্রয়াত আমজাদ হোসেনের বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুল বাংলারচিঠি ডটকমকে বলেন, ‘বাবার শেষ ইচ্ছা অনুযায়ী জামালপুরে তাঁর আব্বা-আম্মার কবরের পাশেই সমাহিত করা হবে। ২৩ ডিসেম্বর সকাল ৯টায় তাঁর মরদেহ জামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে রাখা হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য। এরপর সকাল ১০টায় নামাজে জানাজা শেষে জামালপুর পৌর কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
বাংলার চিঠি ডেস্ক : 



















