ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর আইডিয়াল স্কুল ও কলেজে নবীনবরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুর সরকারি কলেজে বৃক্ষরোপণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর উঠান বৈঠক ঝাউগড়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে রক্তের বন্ধন টিকিট কালোবাজারি জামাল গ্রেপ্তার, ৮টি টিকিট জব্দ শেরপুর দোকান মালিক ঐক্য পরিষদের কমিটি গঠিত মাদারগঞ্জে সেচ্ছাসেবকদল নেতার গোয়ালঘরের তালা ভেঙে আটটি গরু চুরি নিরাপদ সড়ক দিবস : জামালপুরে শোভাযাত্রা, পথসভা ও হেলমেট বিতরণ দেওয়ানগঞ্জে মাদরাসাছাত্র হত্যা : দুই আসামিকে আটকাদেশ ইসলামপুরে কাবিখা-কাবিটা প্রকল্পে দুর্নীতির অভিযোগ, কাগজে কলমেই প্রকল্প সীমাবদ্ধ

চলচ্চিত্রকার আমজাদ হোসেনের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ৪২ লাখ ৩৫ হাজার টাকা অনুদান

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুতর অসুস্থ প্রখ্যাত চলচ্চিত্রকার আমজাদ হোসেনের চিকিৎসার জন্য ৪২ লাখ ৩৫ হাজার টাকা অনুদান দিয়েছেন। খবর বাসসের।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ নভেম্বর সন্ধ্যায় গণভবনে এয়ার এম্বুলেন্সের ভাড়া হিসেবে ২২ লাখ ৩২ হাজার টাকা এবং চিকিৎসার ব্যয় হিসাবে ২০ লাখ টাকা একুশে পদকজয়ী চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনের পরিবারের হাতে তুলে দেন।’

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে দুইটি চেক গ্রহণ করেন আমজাদ হোসেনের ছেলে সোহেল আরমান।

ডিরেক্টরস গিল্ড-এর সাধারণ সম্পাদক ও প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক এস.এ. হক অলিক এসময় উপস্থিত ছিলেন।

এরআগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এয়ার এম্বুলেন্সের ভাড়াসহ আমজাদ হোসেনের যাবতীয় চিকিৎসা ব্যয় বহনের আশ্বাস দেন।

প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের কথা রোববার আমজাদ হোসেনের পরিবারকে জানান প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার খুরশিদ-উল-আলম।

যোগাযোগ করা হলে এস.এ.হক অলিক জানান, তারা ২৫ নভেম্বর আমজাদ হোসেনের সবশেষ মেডিক্যাল রিপোর্ট থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত বামরুনগ্রাদ হাসপাতালে পাঠিয়েছেন।

অলিক বলেন, ‘আমজাদ হোসেনের শারীরিক অবস্থা যদি ব্যাংকক পর্যন্ত বিমানযাত্রার উপযোগী হয়, তাহলে তাকে যত তাড়াতাড়ি সম্ভব সেখানে নেয়া হবে।’

আমজাদ হোসেনের ছেলে সোহেল আরমান বলেন, ২৪ নভেম্বরেই তাদের পরিবার আমজাদ হোসেনকে এয়ার এম্বুলেন্স যোগে ব্যাংকক নেয়ার জন্য সবধরনের প্রস্তুতি নিয়েছেন।

তিনি বলেন, ‘ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে আমাদের বাবার চিকিৎসা করা হবে।’

আমজাদ হোসেন গত ১৮ নভেম্বর রাজধানীতে নিজ বাসভবনে স্ট্রোকে আক্রান্ত হন। তিনি বর্তমানে রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে ‘ইনটেনসিভ কেয়ার ইউনিট’-এ চিকিৎসাধীন আছেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্রকার আমজাদ হোসেনের চিকিৎসার দায়িত্ব নেন।

প্রধানমন্ত্রী ২০ নভেম্বর চলচ্চিত্রকার আমজাদ হোসেনের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানতে তার দুইপুত্র সাজ্জাদ হোসেন দোদুল এবং সোহেল আরমানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে আমজাদ হোসেনের ছেলে সোহেল আরমান সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার বাবার চিকিৎসার পুরো দায়িত্ব গ্রহণ করেছেন এবং দেশে অথবা বিদেশে তার চিকিৎসার ব্যাপারে কোনো রকম চিন্তা না করতে আমাদের আশ্বস্ত করেছেন।’
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর আইডিয়াল স্কুল ও কলেজে নবীনবরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

চলচ্চিত্রকার আমজাদ হোসেনের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ৪২ লাখ ৩৫ হাজার টাকা অনুদান

আপডেট সময় ০৬:৩৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৬ নভেম্বর ২০১৮

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুতর অসুস্থ প্রখ্যাত চলচ্চিত্রকার আমজাদ হোসেনের চিকিৎসার জন্য ৪২ লাখ ৩৫ হাজার টাকা অনুদান দিয়েছেন। খবর বাসসের।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ নভেম্বর সন্ধ্যায় গণভবনে এয়ার এম্বুলেন্সের ভাড়া হিসেবে ২২ লাখ ৩২ হাজার টাকা এবং চিকিৎসার ব্যয় হিসাবে ২০ লাখ টাকা একুশে পদকজয়ী চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনের পরিবারের হাতে তুলে দেন।’

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে দুইটি চেক গ্রহণ করেন আমজাদ হোসেনের ছেলে সোহেল আরমান।

ডিরেক্টরস গিল্ড-এর সাধারণ সম্পাদক ও প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক এস.এ. হক অলিক এসময় উপস্থিত ছিলেন।

এরআগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এয়ার এম্বুলেন্সের ভাড়াসহ আমজাদ হোসেনের যাবতীয় চিকিৎসা ব্যয় বহনের আশ্বাস দেন।

প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের কথা রোববার আমজাদ হোসেনের পরিবারকে জানান প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার খুরশিদ-উল-আলম।

যোগাযোগ করা হলে এস.এ.হক অলিক জানান, তারা ২৫ নভেম্বর আমজাদ হোসেনের সবশেষ মেডিক্যাল রিপোর্ট থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত বামরুনগ্রাদ হাসপাতালে পাঠিয়েছেন।

অলিক বলেন, ‘আমজাদ হোসেনের শারীরিক অবস্থা যদি ব্যাংকক পর্যন্ত বিমানযাত্রার উপযোগী হয়, তাহলে তাকে যত তাড়াতাড়ি সম্ভব সেখানে নেয়া হবে।’

আমজাদ হোসেনের ছেলে সোহেল আরমান বলেন, ২৪ নভেম্বরেই তাদের পরিবার আমজাদ হোসেনকে এয়ার এম্বুলেন্স যোগে ব্যাংকক নেয়ার জন্য সবধরনের প্রস্তুতি নিয়েছেন।

তিনি বলেন, ‘ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে আমাদের বাবার চিকিৎসা করা হবে।’

আমজাদ হোসেন গত ১৮ নভেম্বর রাজধানীতে নিজ বাসভবনে স্ট্রোকে আক্রান্ত হন। তিনি বর্তমানে রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে ‘ইনটেনসিভ কেয়ার ইউনিট’-এ চিকিৎসাধীন আছেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্রকার আমজাদ হোসেনের চিকিৎসার দায়িত্ব নেন।

প্রধানমন্ত্রী ২০ নভেম্বর চলচ্চিত্রকার আমজাদ হোসেনের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানতে তার দুইপুত্র সাজ্জাদ হোসেন দোদুল এবং সোহেল আরমানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে আমজাদ হোসেনের ছেলে সোহেল আরমান সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার বাবার চিকিৎসার পুরো দায়িত্ব গ্রহণ করেছেন এবং দেশে অথবা বিদেশে তার চিকিৎসার ব্যাপারে কোনো রকম চিন্তা না করতে আমাদের আশ্বস্ত করেছেন।’
সূত্র : বাসস