
মদন মোহন ঘোষ, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: দেওয়ানগঞ্জে ২০২১-২২ অর্থ বছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম, পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত রোপা আমন ধানের প্রদর্শনী ও কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস অনুষ্টিত হয়েছে।
৯ নভেম্বর দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের পূর্ব কাজলাপাড়া গ্রামে দেওয়ানগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মাঠ দিবসের আয়োজন করে। জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ নিতাই চন্দ্র বনিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন।
এছাড়াও দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ পরেশ চন্দ্র দাস, ট্রেনিং কো-অর্ডিনেটর সাহজাহান সিরাজ, প্রকল্পের মনিটরিং অফিসার রেজুয়ানুল বারী রনি, কৃষক রিয়ামুল হাসান, শামীমা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, সরকার জিংক সমৃদ্ধ ব্রি ধান-৭২ নামে ধানের জাত উদ্ভাবন করেছে, গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ সমৃদ্ধ এই জাতটি কৃষকের মাঝে ছড়িয়ে দিতে নানা পদক্ষেপ হাতে নেয়া হয়েছে। পরে অতিথিরা কৃষকদের নিয়ে ধান কর্তন করেন।
বাংলার চিঠি ডেস্ক : 



















