বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান ও জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনের সুস্থতা কামনায় জামালপুরে দোয়া মাহফিল করেছে জেলা শ্রমিকদল। ২৯ অক্টোবর, বুধবার রাতে জামালপুর শহরের পাঁচ রাস্তায় আরাফাত রহমান কোকো মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা শ্রমিকদলের সভাপতি শেখ আব্দুস সোবহানের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান ও জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইন উন্নত চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে দেশের বাহিরে অবস্থান করছেন। আমরা উনাদের সুস্থতায় কামনা করছি। আল্লাহতায়ালা যেন তাদেরকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমরা সেই দোয়া করি।
জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাকের সঞ্চালনায় দোয়া মাহফিলে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ, জেলা শ্রমিকদলের সহ-সভাপতি আবু হান্নান, আবুল কালাম আজাদ, জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, জাহিদ হোসেন জনিসহ জেলা সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে এবং নজরুল ইসলাম খান ও আনোয়ার হোসাইনের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা শ্রমিকদলের সভাপতি শেখ আব্দুস সোবহান।
মো. আলমগীর : নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম 

















