ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে সড়ক দুর্ঘটনা রোধে ডিসিকে স্মারকলিপি মেলান্দহে পুষ্টি সমন্বয় কিমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত ইসলামপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর প্রধান শিক্ষক পলাতক সরিষাবাড়ীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, উদ্ধার করল পুলিশ জামালপুরে অটোরিকশা চলাচল নিষিদ্ধ করার দাবি শিক্ষার্থীদের, ডিসি স্মারকলিপি নেননি জামালপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি করতে হলে তারেক জিয়ার নামেই স্লোগান দিতে হবে : বিএনপিনেতা শামীম আহমেদ শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদে শাকিলের প্রার্থিতা ঘোষণা সরিষাবাড়ীতে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

মেলান্দহে পুষ্টি সমন্বয় কিমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

জামালপুর : পুষ্টি সমন্বয় সভায় বক্তব্য রাখেন ইউএনও এস এম আলমগীর। ছবি : বাংলারচিঠিডটকম

‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন’ এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের মেলান্দহ উপজেলায় পুষ্টি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর, বুধবার ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই সভা অনুষ্ঠিত হয়। গেইন ও উন্নয়ন সংঘের সহযোগিতায় ইসলামপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ এ সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আলমগীর। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সাইফুন্নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুকুমার চন্দ্র দাস প্রমুখ।

উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবালের সঞ্চালনায় পুষ্টি কার্যক্রম সম্প্রসারণ এবং তৃণমূল পর্যায়ে কার্যক্রম পরিচালনার যৌক্তিকতা তুলে ধরে ধারণাপত্র উপস্থাপন করেন উন্নয়ন সংঘের কল প্রকল্পের ব্যবস্থাপক মাসুদ পারভেজ।

সভায় উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ জনপ্রতিনিধিরা অংশ নেন।

সভায় ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সাইফুন্নাহার বলেন, ইউনিয়ন পর্যায়ে পুষ্টি কার্যক্রমকে শক্তিশালী করার জন্য বা স্থানীয় জনগোষ্ঠীর সমস্যার প্রেক্ষাপটে প্রয়োজনীয় পুষ্টি সংবেদনশীল কর্মসূচী নেয়ার জন্য ইউনিয়ন পর্যায়ে আনুষ্ঠানিক কোন কমিটি নাই। উপজেলা পুষ্টি কমিটিতে শুধুমাত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদস্য। এই শূন্যস্থান পূরণ এবং তৃণমূল পর্যায়ে পুষ্টি কার্যক্রমকে শক্তিশালী করার জন্য ইউনিয়ন-মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম (U-MSP) গঠন করা দরকার। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেয়া হয় বলেও জানান তিনি।

এ ছাড়াও এই প্লাটফর্ম তৃণমূল পর্যায়ে মানুষের খাদ্যাভ্যাস, স্বাস্থ্যবিধি পরিবর্তন এবং পুষ্টি সংবেদনশীল কার্যক্রম প্রসারের জন্য স্থানীয় বিভিন্ন স্টেকহোল্ডারকে একত্রিত করে জনগণের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সভায় অংশগ্রহণকারীরা মতামত দেন।

জামালপুর : পুষ্টি সমন্বয় সভায় অংশগ্রহণকারী সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ । ছবি : বাংলারচিঠিডটকম

এদিকে কল প্রকল্প সূত্র জানায়, জেলা ও উপজেলা পর্যায়ে পুষ্টি কার্যক্রম সমন্বয়ের জন্য ডিএনসিসি এবং ইউএনসিসি থাকলেও, ইউনিয়নপর্যায়ে এমন প্লাটফর্ম না থাকায় স্থানীয় জনগোষ্ঠীর পুষ্টির অগ্রাধিকার কার্যক্রম বিষয়ে উচ্চতর স্তরে সঠিকভাবে পৌঁছানো যায় না। এর ফলে সরকারের নীতি তৈরিতে তৃণমূলের অগ্রাধিকার অনেক সময়েই উপেক্ষিত থাকে।

মাল্টি স্টেকহোল্ডার প্লাটফরম নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে যেসব সীমাবদ্ধতা পূরণে ভূমিকা পালন করবে : ইউনিয়নপর্যায়ে পুষ্টির অগ্রাধিকার কার্যক্রম চিহ্নিতকরণ।

ইউনিয়ন বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা প্রস্তুতকরণ। উপজেলা ও জেলাভিত্তিক পরিকল্পনায় যেন স্থানীয় পুষ্টি সংশ্লিষ্ট অগ্রাধিকারগুলো প্রতিফলিত হয় তা নিশ্চিত করার জন্য জেলা পুষ্টি সমন্বয় কমিটি এবং উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সাথে সংযোগ স্থাপন। তৃণমূলপর্যায়ে পরিকল্পনা গ্রহণ। স্টেকহোল্ডারদের মধ্যে সমন্বয় সাধন এবং স্থানীয় অগ্রাধিকারগুলো জাতীয় কাঠামোর সাথে একীভূতকরণ। এছাড়াও তৃণমূলপর্যায়ে সরকারি পুষ্টি কর্মসূচির কার্যকর, ন্যায়সংগত এবং টেকসই বাস্তবায়নের জন্য ইউনিয়ন এমএসপি অপরিহার্য।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে সড়ক দুর্ঘটনা রোধে ডিসিকে স্মারকলিপি

মেলান্দহে পুষ্টি সমন্বয় কিমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১১:০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন’ এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের মেলান্দহ উপজেলায় পুষ্টি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর, বুধবার ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই সভা অনুষ্ঠিত হয়। গেইন ও উন্নয়ন সংঘের সহযোগিতায় ইসলামপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ এ সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আলমগীর। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সাইফুন্নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুকুমার চন্দ্র দাস প্রমুখ।

উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবালের সঞ্চালনায় পুষ্টি কার্যক্রম সম্প্রসারণ এবং তৃণমূল পর্যায়ে কার্যক্রম পরিচালনার যৌক্তিকতা তুলে ধরে ধারণাপত্র উপস্থাপন করেন উন্নয়ন সংঘের কল প্রকল্পের ব্যবস্থাপক মাসুদ পারভেজ।

সভায় উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ জনপ্রতিনিধিরা অংশ নেন।

সভায় ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সাইফুন্নাহার বলেন, ইউনিয়ন পর্যায়ে পুষ্টি কার্যক্রমকে শক্তিশালী করার জন্য বা স্থানীয় জনগোষ্ঠীর সমস্যার প্রেক্ষাপটে প্রয়োজনীয় পুষ্টি সংবেদনশীল কর্মসূচী নেয়ার জন্য ইউনিয়ন পর্যায়ে আনুষ্ঠানিক কোন কমিটি নাই। উপজেলা পুষ্টি কমিটিতে শুধুমাত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদস্য। এই শূন্যস্থান পূরণ এবং তৃণমূল পর্যায়ে পুষ্টি কার্যক্রমকে শক্তিশালী করার জন্য ইউনিয়ন-মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম (U-MSP) গঠন করা দরকার। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেয়া হয় বলেও জানান তিনি।

এ ছাড়াও এই প্লাটফর্ম তৃণমূল পর্যায়ে মানুষের খাদ্যাভ্যাস, স্বাস্থ্যবিধি পরিবর্তন এবং পুষ্টি সংবেদনশীল কার্যক্রম প্রসারের জন্য স্থানীয় বিভিন্ন স্টেকহোল্ডারকে একত্রিত করে জনগণের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সভায় অংশগ্রহণকারীরা মতামত দেন।

জামালপুর : পুষ্টি সমন্বয় সভায় অংশগ্রহণকারী সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ । ছবি : বাংলারচিঠিডটকম

এদিকে কল প্রকল্প সূত্র জানায়, জেলা ও উপজেলা পর্যায়ে পুষ্টি কার্যক্রম সমন্বয়ের জন্য ডিএনসিসি এবং ইউএনসিসি থাকলেও, ইউনিয়নপর্যায়ে এমন প্লাটফর্ম না থাকায় স্থানীয় জনগোষ্ঠীর পুষ্টির অগ্রাধিকার কার্যক্রম বিষয়ে উচ্চতর স্তরে সঠিকভাবে পৌঁছানো যায় না। এর ফলে সরকারের নীতি তৈরিতে তৃণমূলের অগ্রাধিকার অনেক সময়েই উপেক্ষিত থাকে।

মাল্টি স্টেকহোল্ডার প্লাটফরম নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে যেসব সীমাবদ্ধতা পূরণে ভূমিকা পালন করবে : ইউনিয়নপর্যায়ে পুষ্টির অগ্রাধিকার কার্যক্রম চিহ্নিতকরণ।

ইউনিয়ন বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা প্রস্তুতকরণ। উপজেলা ও জেলাভিত্তিক পরিকল্পনায় যেন স্থানীয় পুষ্টি সংশ্লিষ্ট অগ্রাধিকারগুলো প্রতিফলিত হয় তা নিশ্চিত করার জন্য জেলা পুষ্টি সমন্বয় কমিটি এবং উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সাথে সংযোগ স্থাপন। তৃণমূলপর্যায়ে পরিকল্পনা গ্রহণ। স্টেকহোল্ডারদের মধ্যে সমন্বয় সাধন এবং স্থানীয় অগ্রাধিকারগুলো জাতীয় কাঠামোর সাথে একীভূতকরণ। এছাড়াও তৃণমূলপর্যায়ে সরকারি পুষ্টি কর্মসূচির কার্যকর, ন্যায়সংগত এবং টেকসই বাস্তবায়নের জন্য ইউনিয়ন এমএসপি অপরিহার্য।