জামালপুর ইকোনমিক জোন (ইপিজেড) এলাকার মূল গেট ও আশেপাশে ঘনঘন সড়ক দুর্ঘটনার প্রতিবাদে ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে স্থানীয় এলাকাবাসীর পক্ষে প্রিয় জামালপুর সমাজ কল্যাণ সংস্থা ২৯ অক্টোবর, বুধবার বিকালে জেলা প্রশাসক হাছিনা বেগমের কাছে স্মারকলিপি দিয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, ইপিজেডের প্রধান সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। শ্রমিক, পথচারী, রিকশাচালকসহ সাধারণ মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। ইতোমধ্যেই কয়েকজন নিহত ও অনেকে পঙ্গুত্ববরণ করেছেন।

স্মারকলিপির মূল দাবিগুলো হলো- লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করতে হবে। ইপিজেড গেট এলাকায় ট্রাফিক পুলিশ ও সিসিটিভি মনিটরিং ব্যবস্থা গ্রহণ ও দুর্ঘটনাপ্রবণ স্থানে স্পিড ব্রেকার ও সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করতে হবে। অটোচালকদের প্রশিক্ষণ ও অনুমতিপত্র বাধ্যতামূলক করা, ব্যস্ত সড়কে অপ্রশিক্ষিত অটোরিকশাচলক নিষিদ্ধ করা, শ্রমিক ও শিক্ষার্থীদের সময় নিরাপত্তা জোরদার করতে হবে। স্থানীয় জনগণ, ট্রাফিক ও ইপিজেড কর্তৃপক্ষের সমন্বয়ে স্থায়ী নিরাপত্তা কমিটি গঠনের কথাও স্মারকলিপিতে বলা হযেছে।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রিয় জামালপুর সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে প্রিয় জামালপুর সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা দোলন সোম, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা, শিক্ষক সাবেরা ইয়াসমিন. প্রিয় জামালপুর সমাজ কল্যাণ সংস্থা প্রতিষ্ঠাতা মোহাম্মদ ফয়সাল আহাম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক নূর আহমেদ নবীন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. লিখন ও মো. রবিউল ইসলামসহ অন্যান্যরা অংশ নেন।
এ সময় প্রিয় জামালপুর সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা দোলন সোম বলেন, জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা রোধে জরুরি ভিত্তিতে করণীয় নিয়ে এলাকাবাসী ও আমোদের সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছি। আমরা উন্নয়ন চাই। কিন্তু মানুষের জীবনের বিনিময়ে নয়। জনগণের জীবনরক্ষা রাষ্ট্র ও প্রশাসনের সর্বোচ্চ দায়িত্ব। এ বিষয়ে তারা জেলা প্রশাসনকে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ ও জরুরি সমন্বয় বৈঠক করারও আহ্বান জানান তিনি।
মাহমুদুল হাসান মুক্তা : নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম 

















