ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে সড়ক দুর্ঘটনা রোধে ডিসিকে স্মারকলিপি মেলান্দহে পুষ্টি সমন্বয় কিমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত ইসলামপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর প্রধান শিক্ষক পলাতক সরিষাবাড়ীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, উদ্ধার করল পুলিশ জামালপুরে অটোরিকশা চলাচল নিষিদ্ধ করার দাবি শিক্ষার্থীদের, ডিসি স্মারকলিপি নেননি জামালপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি করতে হলে তারেক জিয়ার নামেই স্লোগান দিতে হবে : বিএনপিনেতা শামীম আহমেদ শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদে শাকিলের প্রার্থিতা ঘোষণা সরিষাবাড়ীতে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

জামালপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জামালপুর : পুরস্কার হাতে অতিথিদের সাথে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল। ছবি : বাংলারচিঠিডটকম

দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জামালপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ছে। ২৯ অক্টোবর, বুধবার বেলা ১১টায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে স্কুলপর্যায়ে বিতর্ক অনুষ্ঠানে চারটি উচ্চবিদ্যালয় অংশ নেয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের সহযোগিতায় জামালপুর জেলা পরিষদ মিলনাতনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জামালপুর : বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু। ছবি : বাংলারচিঠিডটকম

বিতর্কের বিষয় ছিল ‘দুর্নীতিই উন্নয়নের প্রধান অন্তরায়’। প্রতিযোগিতায় জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন এবং জামালপুর উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়। শ্রেষ্ঠ বক্তা হয়েছে জামালপুর উচ্চ বিদ্যালয়ের দলনেতা জান্নাতুল ফেরদৌস। প্রতিযোগিতায় জামালপুর জিলা স্কুল ও সিংহজানি বালিকা উচ্চবিদ্যালয় অল্প নম্বরের ব্যবধানে হেরে যায়। তারাও অনবদ্য বিতর্ক উপহার দিয়েছে।

জামালপুর : বক্তব্য রাখেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আবু সাঈদ। ছবি : বাংলারচিঠিডটকম

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী অনুষ্ঠানের সভাপতিত্ব ও মডারেটরের দায়িত্ব পালন করেন। এতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন দুদক জামালপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. কামরুজ্জামান, কবি সাযযাদ আনসারী ও জেলা দুপ্রকের সদস্য সাংবাদিক মুখলেছুর রহমান লিখন।

জামালপুর : বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু। তিনি বিতার্তিকদের উদ্দেশ্যে বলেন, তোমাদের অনবদ্য তর্কযুদ্ধে আমরা মুগ্ধ হয়েছি। তোমাদের বক্তব্যে সমৃদ্ধ তথ্য-উপাত্ত আমাদের লার্ণিং হয়েছে। তোমরা আরও অধ্যাবসায় করবে। স্টাডি করবে। তোমরা আজ যেভাবে বললা আমরা সেই বয়সে দাঁড়িয়ে কথা বলতে ভয় পেতাম। প্রতিটি স্কুলে বিতর্ক ক্লাব গড়ে তোলা উচিৎ।

বিতর্ক অনুষ্ঠান উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত কার্যালয় জামালপুরের উপ-পরিচালক মো. আবু সাঈদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম ও সনাক সদস্য সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক সমকারের সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, দুদকের উপসহকারী পরিচালক আতিউর রহমান প্রমুখ।

বিতর্ক অনুষ্ঠানে চারটি স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, জেলা দুপ্রকের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধিসহ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে সড়ক দুর্ঘটনা রোধে ডিসিকে স্মারকলিপি

জামালপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:২৩:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জামালপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ছে। ২৯ অক্টোবর, বুধবার বেলা ১১টায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে স্কুলপর্যায়ে বিতর্ক অনুষ্ঠানে চারটি উচ্চবিদ্যালয় অংশ নেয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের সহযোগিতায় জামালপুর জেলা পরিষদ মিলনাতনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জামালপুর : বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু। ছবি : বাংলারচিঠিডটকম

বিতর্কের বিষয় ছিল ‘দুর্নীতিই উন্নয়নের প্রধান অন্তরায়’। প্রতিযোগিতায় জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন এবং জামালপুর উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়। শ্রেষ্ঠ বক্তা হয়েছে জামালপুর উচ্চ বিদ্যালয়ের দলনেতা জান্নাতুল ফেরদৌস। প্রতিযোগিতায় জামালপুর জিলা স্কুল ও সিংহজানি বালিকা উচ্চবিদ্যালয় অল্প নম্বরের ব্যবধানে হেরে যায়। তারাও অনবদ্য বিতর্ক উপহার দিয়েছে।

জামালপুর : বক্তব্য রাখেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আবু সাঈদ। ছবি : বাংলারচিঠিডটকম

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী অনুষ্ঠানের সভাপতিত্ব ও মডারেটরের দায়িত্ব পালন করেন। এতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন দুদক জামালপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. কামরুজ্জামান, কবি সাযযাদ আনসারী ও জেলা দুপ্রকের সদস্য সাংবাদিক মুখলেছুর রহমান লিখন।

জামালপুর : বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু। তিনি বিতার্তিকদের উদ্দেশ্যে বলেন, তোমাদের অনবদ্য তর্কযুদ্ধে আমরা মুগ্ধ হয়েছি। তোমাদের বক্তব্যে সমৃদ্ধ তথ্য-উপাত্ত আমাদের লার্ণিং হয়েছে। তোমরা আরও অধ্যাবসায় করবে। স্টাডি করবে। তোমরা আজ যেভাবে বললা আমরা সেই বয়সে দাঁড়িয়ে কথা বলতে ভয় পেতাম। প্রতিটি স্কুলে বিতর্ক ক্লাব গড়ে তোলা উচিৎ।

বিতর্ক অনুষ্ঠান উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত কার্যালয় জামালপুরের উপ-পরিচালক মো. আবু সাঈদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম ও সনাক সদস্য সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক সমকারের সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, দুদকের উপসহকারী পরিচালক আতিউর রহমান প্রমুখ।

বিতর্ক অনুষ্ঠানে চারটি স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, জেলা দুপ্রকের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধিসহ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।