ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছে ছাত্রদল বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে বিনামূল্যে শুকনো খাবার বিতরণ জামালপুর যৌনপল্লী যেন এই শহরের অন্ধকারবেষ্টিত এক নির্মমতার উদাহরণ জামালপুরে ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল জামালপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত মাদারগঞ্জে হকার্স মার্কেটে আগুন, ২১ দোকান পুড়ে ছাই জামালপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৪, আহত ৪ গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী : সরিষাবাড়ীতে আনন্দ শোভাযাত্রা, দোয়া মাহফিল শেরপুরে জোরপূর্বক জমি ও দোকানপাট দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি : এমপি প্রার্থী মো. রাশেদুল ইসলাম

মাদারগঞ্জে হকার্স মার্কেটে আগুন, ২১ দোকান পুড়ে ছাই

মাদারগঞ্জ : হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বহুতল হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল সাতটার দিকে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী বাজারের আজিজুল হক হকার্স মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মার্কেটের বেশির ভাগ দোকান পুড়ে যায়। আগুনে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

স্থানীয়রা জানান, মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ১২০০ স্কয়ার ফিট আয়তনের ভবনের ছোট ছোট ১৫টি দোকান পুড়ে যায় এবং আরও ছয়টি দোকান ক্ষতিগ্রস্ত হয়।

হকার্স মার্কেটের মালিক আবু সাঈদ বিপ্লব বলেন, তার ভবনে ২১টি দোকান ছিল। দোকানগুলোতে প্রায় দুই কোটি টাকার কাপড়সহ অন্যান মালামাল ছিল। আগুনে সব কিছু পুড়ে গেছে।

মাদারগঞ্জ : হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান দেখতে ব্যবসায়ী ও উৎসক জনতার ভিড়। ছবি : বাংলারচিঠিডটকম

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মামুনুর রশীদ বলেন, সকালে জানতে পারি দোকানে আগুন লেগেছে। তড়িঘড়ি করে এসে দেখি সব কাপড় পুড়ে গেছে। আমার ১০ লাখ টাকার কাপড় ছিল।

কাপড় বিক্রেতা মোশাররফ হোসেন বলেন, তার দোকানের প্রায় ১৫ লাখ টাকার কাপড় ছিল। সব পুড়ে গেছে। একেবারে নিঃস্ব হয়ে গেছেন তিনি।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. দেলেয়ার হোসেন এ প্রতিবেদককে বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে দুটি ইউনিট প্রায় দু’ঘণ্টা কাজ করেছে। আগুনে ছোট ছোট ১০টি দোকান পুড়ে গেছে। বাকি দোকানগুলো আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে মালামাল উদ্ধার হয়েছে কোটি টাকারও বেশি। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত শেষে জানা যাবে।

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছে ছাত্রদল

মাদারগঞ্জে হকার্স মার্কেটে আগুন, ২১ দোকান পুড়ে ছাই

আপডেট সময় ০৯:৩০:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বহুতল হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল সাতটার দিকে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী বাজারের আজিজুল হক হকার্স মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মার্কেটের বেশির ভাগ দোকান পুড়ে যায়। আগুনে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

স্থানীয়রা জানান, মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ১২০০ স্কয়ার ফিট আয়তনের ভবনের ছোট ছোট ১৫টি দোকান পুড়ে যায় এবং আরও ছয়টি দোকান ক্ষতিগ্রস্ত হয়।

হকার্স মার্কেটের মালিক আবু সাঈদ বিপ্লব বলেন, তার ভবনে ২১টি দোকান ছিল। দোকানগুলোতে প্রায় দুই কোটি টাকার কাপড়সহ অন্যান মালামাল ছিল। আগুনে সব কিছু পুড়ে গেছে।

মাদারগঞ্জ : হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান দেখতে ব্যবসায়ী ও উৎসক জনতার ভিড়। ছবি : বাংলারচিঠিডটকম

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মামুনুর রশীদ বলেন, সকালে জানতে পারি দোকানে আগুন লেগেছে। তড়িঘড়ি করে এসে দেখি সব কাপড় পুড়ে গেছে। আমার ১০ লাখ টাকার কাপড় ছিল।

কাপড় বিক্রেতা মোশাররফ হোসেন বলেন, তার দোকানের প্রায় ১৫ লাখ টাকার কাপড় ছিল। সব পুড়ে গেছে। একেবারে নিঃস্ব হয়ে গেছেন তিনি।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. দেলেয়ার হোসেন এ প্রতিবেদককে বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে দুটি ইউনিট প্রায় দু’ঘণ্টা কাজ করেছে। আগুনে ছোট ছোট ১০টি দোকান পুড়ে গেছে। বাকি দোকানগুলো আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে মালামাল উদ্ধার হয়েছে কোটি টাকারও বেশি। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত শেষে জানা যাবে।