জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বহুতল হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল সাতটার দিকে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী বাজারের আজিজুল হক হকার্স মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মার্কেটের বেশির ভাগ দোকান পুড়ে যায়। আগুনে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
স্থানীয়রা জানান, মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ১২০০ স্কয়ার ফিট আয়তনের ভবনের ছোট ছোট ১৫টি দোকান পুড়ে যায় এবং আরও ছয়টি দোকান ক্ষতিগ্রস্ত হয়।
হকার্স মার্কেটের মালিক আবু সাঈদ বিপ্লব বলেন, তার ভবনে ২১টি দোকান ছিল। দোকানগুলোতে প্রায় দুই কোটি টাকার কাপড়সহ অন্যান মালামাল ছিল। আগুনে সব কিছু পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মামুনুর রশীদ বলেন, সকালে জানতে পারি দোকানে আগুন লেগেছে। তড়িঘড়ি করে এসে দেখি সব কাপড় পুড়ে গেছে। আমার ১০ লাখ টাকার কাপড় ছিল।
কাপড় বিক্রেতা মোশাররফ হোসেন বলেন, তার দোকানের প্রায় ১৫ লাখ টাকার কাপড় ছিল। সব পুড়ে গেছে। একেবারে নিঃস্ব হয়ে গেছেন তিনি।
মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. দেলেয়ার হোসেন এ প্রতিবেদককে বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে দুটি ইউনিট প্রায় দু’ঘণ্টা কাজ করেছে। আগুনে ছোট ছোট ১০টি দোকান পুড়ে গেছে। বাকি দোকানগুলো আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে মালামাল উদ্ধার হয়েছে কোটি টাকারও বেশি। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত শেষে জানা যাবে।
খাদেমুল ইসলাম : নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম 


















